ISL টুর্নামেন্টে অ্যাসিড টেস্টের মুখে হুয়ান ফেরান্দো

ইন্ডিয়ান সুপার লিগ (ISL) ২০২২-২৩ ফুটবল সেশনে ATK মোহনবাগান টিম দুরন্ত ছন্দে রয়েছে। কেরালা ব্লাস্টার্সকে ৫-২ এবং ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গলকে এফসিকে ২-০ গোলে হারায় সবুজ…

Juan Ferrando

ইন্ডিয়ান সুপার লিগ (ISL) ২০২২-২৩ ফুটবল সেশনে ATK মোহনবাগান টিম দুরন্ত ছন্দে রয়েছে। কেরালা ব্লাস্টার্সকে ৫-২ এবং ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গলকে এফসিকে ২-০ গোলে হারায় সবুজ মেরুন শিবির।মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ১০ জনের মেরিনার্সরা পিছিয়ে থেকে কামব্যাক করে এবং স্কোরশিট ২-২ করে।বৃ্হস্পতিবার, হুয়ান ফেরান্দোর ছেলেরা ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে খেলতে নামছে।

নর্থইস্ট ম্যাচের পর ISL টুর্নামেন্টে সবুজ মেরুন ব্রিগেডকে ব্যাক টু ব্যাক এমন দুই প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে যারা ISL পয়েন্ট টেবলে এখন ওপরের দিকে রয়েছে এবং টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম।২০ নভেম্বর রবিবার এফসি গোয়া এবং ২৬ নভেম্বর হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ম্যাচ রয়েছে ATK মোহনবাগানের।

চলতি ISL’র পয়েন্ট টেবলে এফসি গোয়া এবং হায়দরাবাদ এফসি প্রথম দুই’র মধ্যে রয়েছে। ৬ ম্যাচে নিজামর্সরা ৫ ম্যাচ জিতেছে ১ টা হেরেছে ১৬ পয়েন্টে টেবল টপার।এফসি গোয়া ৪ ম্যাচে তিন ম্যাচে জয় পেয়েছে, এক ম্যাচ হেরে ৯ পয়েন্ট নিয়ে দু’নম্বরে পয়েন্ট টেবলে। অন্যদিকে, ATKমোহনবাগান ৪ ম্যাচে দু’ম্যাচ জিতেছে এবং ১ টা করে খেলা হেরেছে ও ড্র করে ৭ পয়েন্ট নিয়ে ISL লিগ টেবলে ৫ নম্বরে। এই তিন দলের মধ্যে গোল পার্থক্যতে এগিয়ে হায়দরাবাদ এফসি ৭,গোয়া ৫,মোহনবাগান ৪।

টেবল টপার হওয়ার সুবর্ণ সুযোগ সামনে হুয়ান ফেরান্দো এন্ড হিজ কোম্পানির। বৃ্হস্পতিবার ঘরের মাঠে হাইল্যান্ডারদের বিরুদ্ধে তিন পয়েন্ট অর্জন করতে পারলে একলাফে তিন নম্বরে উঠে আসতে পারবে সবুজ মেরুন শিবির। আর এমনটা হলে এফসি গোয়া এবং নিজামর্সের বিরুদ্ধে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে পারবে ATKমোহনবাগান টিম।তাই নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে আজকের ম্যাচ গুরুত্বপূর্ণ হেডকোচ হুয়ান ফেরান্দো এবং তার ছেলেদের জন্য।