IPL 2024: লা জবাব মায়াঙ্ক যাদব, আরসিবিকে হেলায় হারাল এলএসজি

LSG Triumph Over RCB as Quinton de Kock, Mayank Yadav Shine in IPL 2024 Clash

পরপর দুই ম্যাচে পরাজিত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মঙ্গলবার লখনউ সুপার জায়ান্টের বিরুদ্ধে ২৮ রানে হারল বিরাট কোহলির দল। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2024) ক্রম তালিকার নয় নম্বরে আরসিবি। পরপর ম্যাচ জিতে চার নম্বর পজিশনে লখনউ সুপার জায়ান্ট।

Advertisements

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শুরু থেকে ভালো ফর্মে বিরাট কোহলি। শুরু থেকে উইকেটে টিকে থেকে রান করেছেন বিগত ম্যাচগুলোতে। কমলা টুপি পাওয়ার দৌড়ে রয়েছেন। বিরাট (২২ রান) আজ বড় রান করতে পারেননি। দলের বাকিরাও বলার মতো কিছু করে দেখাতে পারলেন না। ১৯.৪ ওভারে আরসিবির ইনিংস থামে ১৫৩ রানে।

   

হাড্ডাহাড্ডি ম্যাচের বদলে একপেশেভাবে জিতল লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্ট। এই ম্যাচেও ধারাবাহিকভাবে ১৫০+ কিলোমিটার বেগে বল করে ক্রিকেট প্রেমীদের নজর কেড়েছেন সুপার জায়ান্টের তরুণ ভারতীয় পেসার মায়াঙ্ক যাদব। রয়্যালস চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মিডল অর্ডার কার্যত একার হাতে ভেঙেছেন মায়াঙ্ক যাদব। গতির সঙ্গে তাঁর বল কন্ট্রোল চোখে পড়ার মতো। বিপজ্জনক ক্যামেরুন গ্রিনকে ক্লিক বোল্ড করেছেন এদিনের ম্যাচে।

Advertisements

লখনউ সুপার জায়ান্টের করা ১৮১/৫ তাড়া করতে নেমে কখনই চালকের আসেনি উঠে আসতে পারেনি আরসিবি। গড়ে ওঠেনি বড় পার্টনারশিপ। বেঙ্গালুরুর হয়ে সবথেকে বেশি ১৩ বলে ৩৩ রান করেছেন লোমরোর। সুপার জায়ান্টের হয়ে শুরুতেই ৮১ রানের ইনিংস খেলেন কুইন্টন ডি কক। লোয়ার মিডল অর্ডারে নেমে ২১ বলে অপরাজিত ৪০ রানের ইনিংস খেলেন নিকোলাস পুরান।