গতকাল সহজ ভঙ্গিতেই ঘরের মাঠে জয় তুলে নিয়েছে সবুজ-মেরুন শিবির। যা দেখে খুশি সমর্থকরা। শুরু থেকেই একাধিক আক্রমন শানিয়ে প্রতিপক্ষের ডিফেন্সে ঝড় তুলেছিলেন হুগো বুমোসরা। কিছুতেই গোলের মুখ খুলতে পারছিলেন না। তবে ম্যাচের ৩৬ মিনিটের মাথায় প্রথম গোল করে সবুজ-মেরুন তারকা হুগো বুমোস। যারফলে প্রথমার্ধের শেষে ১-০ গোলে এগিয়ে যায় এটিকে মোহনবাগান। একইভাবে দ্বিতীয়ার্ধের শুরুতে ও দেখা যায় সমান দাপট। তবে অঘটন ঘটে ৫৯ মিনিটের মাথায়।
আরও পড়ুন: ATK Mohan Bagan: খেলার মাঝেই জ্ঞান হারালেন বাগান গোলরক্ষক, কপালে ভাঁজ ম্যানেজমেন্টের
বল ধরতে গিয়ে হঠাৎ মাঠে জ্ঞান হারান সবুজ-মেরুনের তিন কাঠির দায়িত্বে থাকা বিশাল কাইথ। যা দেখে রীতিমতো চমকে ওঠেন সকলেই। হইচই পড়ে যায় দর্শকদের মধ্যে। তারপর রেফারির নির্দেশে মাঠে আনা হয় অ্যাম্বুলেন্স। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার জন্য তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তবে নিজের পায়ে হেঁটে ই অ্যাম্বুলেন্সে উঠেছিলেন বিশাল। যারফলে স্বস্তি পেয়েছিলেন সকলেই।
আরও পড়ুন: ATK Mohun Bagan: ওডিশাকে উড়িয়ে সেমিফাইনালে সবুজ-মেরুন
কিছু সময় পরেই ধারাভাষ্যকারদের কাছে খবর আসে, বিশালের চোট গুরুতর নয়। বল ধরতে গিয়ে চোট পেয়েছেন তিনি। বর্তমানে চিকিৎসকদের নজরেই রাখা হয়েছে এই তারকা ফুটবলার কে। তবে সেমিফাইনাল ম্যাচে হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে আদৌ তিনি মাঠে নামতে পারবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
তবে পরবর্তী সময়ে এটিকে ম্যানেজমেন্ট মারফত জানানো হয়, বর্তমানে বিশাল সম্পূর্ণ ভাবে বিপদ মুক্ত। তবে কিছুদিন বিশ্রামের প্রয়োজন। তাই সমস্ত কিছু ঠিক থাকলে হায়দ্রাবাদ ম্যাচে হয়ত দেখা যেতে পারে বিশাল কাইথ কে।