
বহু জল্পনার অবসান ঘটিয়ে ফের ঘরের মাঠে সহজ জয় তুলে নিয়েছে এটিকে মোহনবাগান (ATK Mohan Bagan)। যা দেখে খুশি বাগান সমর্থকরা। ম্যাচের প্রথম থেকেই বলের দখল থাকলেও কিছুতেই গোলের মুখ খুলতে পারছিলেন না বুমোসরা। অবশেষে ম্যাচের ৩৬ মিনিটের মাথায় প্রথম গোল করে সবুজ-মেরুন তারকা হুগো বুমোস। যার ফলে প্রথমার্ধের শেষে ১-০ গোলে এগিয়ে থাকে বাগান।
আরও পড়ুন: ATK Mohun Bagan: ওডিশাকে উড়িয়ে সেমিফাইনালে সবুজ-মেরুন
তারপরে দ্বিতীয়ার্ধের শুরু থেকে ও সেই চেনা ছন্দ দেখা যায় বাগান তারকাদের মধ্যে। যারফলে ৫৮ মিনিটের মাথায় দিমিত্রির জোড়াল শটে বল চলে যায় বিপক্ষের জালে। তার কিছু সময় পড়েই ছন্দপতন দেখা যায় খেলার মাঠে। ৫৯ মিনিটের মাথায় বল ধরতে গিয়ে হঠাৎ মাঠে জ্ঞান হারান মোহনবাগান গোলরক্ষক বিশাল কাইথ। যা দেখে আতঙ্কিত হয়ে পড়ে সতীর্থ খেলোয়াড় সহ দর্শকরা। রেফারির নির্দেশে তড়িঘড়ি করে মাঠে আনা হয় অ্যাম্বুলেন্স। প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় বিশাল কে।
আরও পড়ুন: Saudi Pro League: রোনাল্ডো হতাশ করলেও ইনজুরি টাইমে তিন গোল করে জিতল আল নাসের
সেই সময় বিশালের পরিবর্তে আনোয়ার কে দলের তিন কাঠি সামলাতে নামানো হলেও খুব একটা সুবিধে করতে পারেনি ওডিশা ব্রিগেড। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যেই ২ গোলে জয় তুলে নেয় ফেরেন্দোর ছেলেরা।
গত শুক্রবার নক আউটের সেমিফাইনাল নিয়ে সাংবাদিক বৈঠক করেছিলেন বাগান কোচ। সমস্ত পরিসংখ্যান অনুযায়ী ওডিশার থেকে বেশ কিছুটা এগিয়ে থাকলেও যথেষ্ট সাবধানী মেজাজে দেখা গিয়েছিল তাঁকে। তবে তার ইচ্ছেমতো নির্ধারিত সময়ে দল জয় পেলেও বিশালের খেলা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।