ঘরের মাঠে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে পরাজিত পাঞ্জাব এফসি (Punjab FC)। পাঞ্জাব এফসির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শংকরলাল চক্রবর্তী। ঘরের মাঠে হেরে তিনি হতাশ। সেই সঙ্গে জানিয়ে দিলেন, মরসুম শেষ করতে চাইবেন পুরো পয়েন্ট নিয়ে।
পরপর দুটো হোম ম্যাচ খেলবে পাঞ্জাব এফসি। তাও ক্লোজ ডোর। একটি ক্লোজ ডোর হোম ম্যাচ হয়েছে শনিবার মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে। ১-০ গোলে পাঞ্জাব এফসিকে হারিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। দিমিত্রি পেত্রাতসের করা একমাত্র গোলে হয়েছে ম্যাচের ভাগ্য নির্ধারণ।
ম্যাচের পর পাঞ্জাব এফসি দলের সহকারী প্রশিক্ষক শংকরলাল চক্রবর্তী বলেছেন, “প্রথমার্ধে আমরা খুব বেশি বল নিজেদের কাছে রাখতে পারিনি। একইভাবে মোহনবাগান সুপার জায়ান্টও কিন্তু দারুণ কোনও সুযোগ তৈরি করতে পারেনি। দ্বিতীয়ার্ধে আমরা আরও শক্তিশালী হয়ে ঘুরে দাঁড়িয়েছিলাম এবং গোল করার সুযোগ তৈরি করতে পেরেছিলাম। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে কোনও সুযোগই কাজে লাগাতে পারিনি।”
মোহনবাগান এসজি-র বিরুদ্ধে হারে হতাশ হলেও ৪৮ বছর বয়সী এই প্রশিক্ষক আসন্ন ম্যাচে জয় দিয়ে মরসুম শেষ করার ব্যাপারে প্রবল ইচ্ছা প্রকাশ করেছেন।
“শীর্ষ ছয়ের দৌড় থেকে ছিটকে যাওয়ায় আমরা সবাই কিছুটা হতাশ। তবে আমাদের এখনও একটি ম্যাচ বাকি আছে। আমরা অবশ্যই আমাদের প্রথম আইএসএল মরসুম দারুণভাবে শেষ করতে চাইব।” বলা বাহুল্য পাঞ্জাব এফসির পরের ম্যাচ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। আগামী বুধবার রয়েছে ম্যাচ।