পরের মরশুমে তিনি যে এটিকে মোহনবাগানে (ATK Mohun Bagan) থাকবেন না সেটা একপ্রকার নিশ্চিত। সম্প্রতি সেই সবুজ মেরুনের স্প্যানিশ তারকা তিরি’কে সন্মানিত করল লস ব্যারিয়স মিউনিসিপ্যালিটি এবং পেনা কালচারাল লস কারাসকাস।
এএফসি কাপে গোকুলাম ম্যাচে খেলাকালীণ মারাত্মক চোট পান এই স্প্যানিশ ডিফেন্ডার।প্রথমে মনে করা হয়েছিল সাত সপ্তাহের মধ্যে ঠিক হয়ে উঠবেন তিনি,কিন্তু পরে জানা যায় এসিএল ছিড়ে যাওয়ায় আগামী বছর জানুয়ারি মাসের আগে তার পক্ষে মাঠে নামা সম্ভব নয়।এদিকে সেপ্টেম্বর মাসে শুরু হবে আইএসএল।সেই সময় যেহেতু খেলতে পারবেন না তিনি, তাই তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এটিকে মোহনবাগান।যদিও তার বিকল্প হিসেবে কোনও ফুটবলারের নাম এখনও ঘোষণা করা হয়নি।
যাই হোক মিউনিসিপ্যালিটির একটি সাংস্কৃতিক শাখা’র তরফে সন্মানিত করা হয়েছে তিরি’কে।নিজেদের সম্প্রদায়ের কৃতি ব্যক্তি’দের প্রতি বছর সন্মানিত করা হয় তাদের তরফে।ভারতের মাঠে আইএসএলে সাফলতার সঙ্গে খেলার জন্য এই সন্মান পেয়েছেন তিরি।চোট পুরোপুরি সেরে না ওঠায় এই সন্মান নিতে হাজির থাকতে পারেননি এই স্প্যানিশ ফুটবলার।উপস্থিত ছিলেন পরিবারের সদস্যরা।
আইএসএলে বিদেশি হিসেবে সবচেয়ে বেশী ম্যাচ খেলা তিরি একসময় খেলেছেন আতলেতিকো মাদ্রিদের বি দলের হয়ে।এটিকে এবং এটিকে মোহনবাগানের হয়ে চার খেলেছেন মোট ৪৯টি ম্যাচ,চার বছরে।এছাড়াও জামশেদপুরের হয়ে খেলতে দেখা গেছে তাকে।