সেনাপ্রধানদের সঙ্গে বৈঠকে রাজনাথ, অগ্নিপথ নিয়ে বিশেষ ঘোষণা বায়ুসেনার

অগ্নিপথ প্রকল্প (Agneepath Scheme) নিয়ে গোটা দেশ উত্তাল। এই প্রকল্পের বিরুদ্ধে চলা দেশব্যাপী বিক্ষোভের মধ্যে, ভারতীয় বিমান বাহিনী রবিবার তার ওয়েবসাইটে অগ্নিবীর নিয়োগ প্রকল্পের বিস্তারিত…

Defence Minister Rajnath Singh meets three service chiefs

অগ্নিপথ প্রকল্প (Agneepath Scheme) নিয়ে গোটা দেশ উত্তাল। এই প্রকল্পের বিরুদ্ধে চলা দেশব্যাপী বিক্ষোভের মধ্যে, ভারতীয় বিমান বাহিনী রবিবার তার ওয়েবসাইটে অগ্নিবীর নিয়োগ প্রকল্পের বিস্তারিত তথ্য আপলোড করেছে। বিমান বাহিনীর ওয়েবসাইটে আপলোড করা তথ্য অনুযায়ী জানা গিয়েছে, বর্তমানে সেনারা যে সব সুযোগ-সুবিধা পাচ্ছেন, তা অগ্নিবীরদের দেওয়া হবে। তাদের বেতনের সাথে হার্ডশিপ অ্যালাউন্স, ইউনিফর্ম ভাতা, ক্যান্টিন সুবিধা এবং চিকিৎসা সুবিধাও দেওয়া হবে।

এছাড়াও ভ্রমণ ভাতা দেওয়া হবে। অগ্নিপথ প্রকল্পের অধীনে, অগ্নিবীররা বছরে তিরিশ দিনের ছুটি পাবেন, তাদের চিকিৎসার জন্য আলাদা ছুটি আলাদা হবে। চাকরিতে শহিদ হলে এক কোটি টাকার বীমা কভার দেওয়া হবে অগ্নিবীরদের। অন্যদিকে, অগ্নিবীররা কেউ প্রতিবন্ধী হলে ৪৪ লক্ষ টাকা পাবেন। এর পাশাপাশি সার্ভিস ফান্ড প্যাকেজও পাওয়া যাবে।

কর্মক্ষমতার ভিত্তিতে নিয়মিত ক্যাডার পাওয়া যাবে
উল্লেখ্য, বিমান বাহিনীতে অগ্নিবীরদের নিয়োগ হবে চার বছরের জন্য। বিমান বাহিনীতে তাদের আলাদা পদ থাকবে। বিমান বাহিনীতে নিয়োগের সময় যে অগ্নিবীরদের বয়স ১৮ বছরের কম থাকবে, তাদের নিয়োগপত্রে তাদের অভিভাবকদের স্বাক্ষর করতে হবে। চাকরির শর্ত অনুযায়ী, চার বছর মেয়াদ শেষ করার পর ২৫% অগ্নিবীরদের নিয়মিত ক্যাডারে অন্তর্ভুক্ত করা হবে।

এদিকে রবিবারই দেশের তিন সেনা প্রধানের সঙ্গে বৈঠকে বসেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিন সেনা প্রধানের সঙ্গে কেন্দ্রীয় সরকারের উচ্চপদস্থ আমলারা এই বৈঠকে উপস্থিত থাকবেন বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর।

অগ্নিপথ নিয়ে বিক্ষোভ অব্যাহত
গত দুই সপ্তাহ ধরে কেন্দ্রীয় সরকারের সশস্ত্র বাহিনীতে নিয়োগের জন্য নতুন প্রকল্প ‘অগ্নিপথ’-এর বিরুদ্ধে দেশে তোলপাড় চলছে। সারাদেশে এই প্রকল্পের বিরুদ্ধে ছাত্রদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা, হিমাচল সহ দেশের অনেক রাজ্যে যুবকরা সরকারি সম্পত্তি লক্ষ্য করে ভাঙচুর চালাচ্ছে। শনিবার উত্তরপ্রদেশে ট্রেনে ভাঙচুর করে ছাত্ররা। বাসে আগুন লাগিয়ে দেওয়া হয়।

উল্লেখ্য, সেনা বাহিনীর তিনটি বিভাগে নিয়োগের জন্য অগ্নিপথ প্রকল্পের ঘোষণা হয়েছে। অগ্নিপথ বিরোধী আন্দোলনের জেরে এখনও পর্যন্ত বেশ কয়েকটি ট্রেনে আগুন লাগিয়ে দিয়েছে উত্তেজিত জনতা। প্রায় ৩৫০টি ট্রেনের চলাচলের ওপর প্রভাব পড়েছে। ৩৫টি ট্রেন বাতিল করা হয়েছে। অগ্নিপথ নিয়ে বিক্ষোভের জেরে গোটা দেশ উত্তাল।