Kalinga Super Cup: এবার বিনামূল্যে দেখা যাবে সুপার কাপের ম্যাচ, জানুন সত্যি!

কাল মঙ্গলবার থেকেই শুরু হতে চলেছে সুপার কাপের (Kalinga Super Cup) মূল পর্বের খেলা। যেখানে এবার অংশগ্রহণ করতে চলেছে মোট ১৬ টি ফুটবল দল। ইন্ডিয়ান…

Kalinga Super Cup

কাল মঙ্গলবার থেকেই শুরু হতে চলেছে সুপার কাপের (Kalinga Super Cup) মূল পর্বের খেলা। যেখানে এবার অংশগ্রহণ করতে চলেছে মোট ১৬ টি ফুটবল দল। ইন্ডিয়ান সুপার লিগের পাশাপাশি আইলিগ থেকেও সুযোগ পেয়েছে বেশ কয়েকটি দল। যেখানে টুর্নামেন্টে প্রথম দিনেই মাঠে নামতে চলেছে কলকাতা ময়দানে দুই প্রধান তথা মোহনবাগান সুপারজায়ান্টস ও ইমামি ইস্টবেঙ্গল। আগামীকাল দুপুর দুটো থেকে শুরু হবে ইস্টবেঙ্গলের খেলা। তারপর সন্ধ্যায় মাঠে নামবে মোহনবাগান। লাল হলুদের প্রথম ম্যাচ আইএসএলের অন্যতম প্রভাবশালী দল হায়দরাবাদ এফসির বিপক্ষে। অন্যদিকে, মোহনবাগানে প্রথম ম্যাচ শ্রীনিধি ডেকানের বিপক্ষে। সেদিকেই তাকিয়ে সকল সমর্থকরা।

আরও পড়ুন: Kalinga Super Cup: সুপার কাপ নিয়ে কী বলছেন নন্দকুমার? জানুন 

আগামীকালের ম্যাচের আগেই আজ ম্যাচ গ্ৰাউন্ড দেখে গিয়েছেন লাল-হলুদের স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাত। এছাড়াও তার সঙ্গে ছিলেন সহকারী কোচ দিমাস ডেলগাডো। সেইসাথে ছিলেন ইস্টবেঙ্গল দলের গোলকিপার কোচ। এক কথায় বলতে গেলে, মাঠে নামার আগে সমস্ত কিছু ভালোভাবে বুঝে নিতে চাইছেন সকলে। এবারের এই ফুটবল মরশুমের শুরুটা যথেষ্ট ভালো ছিল ইস্টবেঙ্গলের।

একের পর এক শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল ইস্টবেঙ্গল। কিন্তু শেষ রক্ষা হয়নি। পড়শিদের কাছে পরাজিত হয়ে ট্রফি হাতছাড়া হয়েছিল তাদের। যা নিয়ে কিছুটা হলেও হতাশ ছিলেন সকলে। পরবর্তীতে আইএসএল মরশুমের গত প্রথম লেগেও আহামরি পারফরম্যান্স ছিল না দলের। এখন ঘুরে দাঁড়ানোই লক্ষ্য।

তবে এবার নাকি বিনামূল্যেই দেখা যাবে সুপার কাপের ম্যাচ। হ্যাঁ ঠিকই শুনেছেন। এবছর নাকি বিনা অর্থ খরচেই দেখা যাবে সুপার কাপের সিংহভাগ ম্যাচ। তবে শুধু কলকাতা ময়দানের দুই প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপারজায়ান্টস দলের ডার্বি ম্যাচের জন্য থাকছে টিকিটের ব্যবস্থা। তবে এই ম্যাচের জন্য ঠিক কত খরচ হতে পারে সমর্থকদের তরফ থেকে তা এখনো চূড়ান্ত হয়নি।