Ganga sagar mela: গঙ্গাসাগর মেলায় রাজ্যের পক্ষে একগুচ্ছ সুবিধা তীর্থযাত্রীদের

গঙ্গাসাগর: কথাতেই আছে সব তীর্থ বার বার, গঙ্গাসাগর একবার৷ সেই গঙ্গাসাগর মেলাই শুরু হয়ে গেল৷ মেলার শেষ প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার গঙ্গাসাগরে গিয়েছিলেন এরাজ্যের মুখ্যমন্ত্রী…

গঙ্গাসাগর: কথাতেই আছে সব তীর্থ বার বার, গঙ্গাসাগর একবার৷ সেই গঙ্গাসাগর মেলাই শুরু হয়ে গেল৷ মেলার শেষ প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার গঙ্গাসাগরে গিয়েছিলেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রতিবছরের মতো ২০২৪-এর একগুচ্ছ সুযোগ-সুবিধা রেখেছেন তিনি৷ তীর্থযাত্রীদের জন্য মেলার কদিন পর্যাপ্ত যানবাহন থাকবে বলে জানিয়েছেন তিনি৷

৮ জানুয়ারি থেকে শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা৷ চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত৷ ১৫ জানুয়ারি রাত ১২ টা বেজে ১৩ মিনিট থেকে ১৬ জানুয়ারি দুপুর ১২ টা বেজে ১৩ মিনিট অবদি থাকছে পূণ্যস্নানের সময়৷ পুণ্যার্থীদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য, ৬০ লক্ষ জলের পাউচের ব্যবস্থা করা হয়েছে৷ রাস্তায় ফগ লাইট ব্যবহার বেশি হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

২২৫০ সরকারি বাস, ২৫০ টি বেসরকারি বাস, ৩২ টি ভেসেল, ১০০ টি লঞ্চ, ২১ টি জেটি ব্যবহার করা হবে৷ কার্গো ভেসেলের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার৷ অতিরিক্ত ৬৬ টা ট্রেন চলবে বলে জানা গিয়েছে রেল দফতর সূত্রে৷ কোন প্রকার দুর্ঘটনা যাতে না হয়, তার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার৷ পুণ্যার্থীদের জন্য ৭ টি বড় হাসপাতাল ও ৫ টি ক্ষণস্থায়ী হাসপাতালের ব্যবস্থা করে রাখা হয়েছে৷

জানা গিয়েছে, হাসপাতালে থাকছে ৩০০ টি বেডের ব্যবস্থা, থাকছে এমার্জেন্সি কেয়ার ইউনিট৷ ২৮ জায়গায় ফাস্টেড করার জন্য চিকিৎসক সহ ১২ টি পয়েন্টে থাকবেন মেডিকেল টিম। দুর্ঘটনা ঘটলে পিজি, এন আর এস ও ন্যাশনাল মেডিকেল কলেজে বিশেষ ব্যবস্থা থাকবে। পুণ্যার্থীদের সুবিদার্থে থাকছে ১০০ টির বেশি অ্যাম্বুলেন্স পরিষেবা। থাকছে এয়ার অ্যাম্বুলেন্স। দুর্ঘটনা এড়াতে থাকবে ২৪০০ সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স। পাশাপাশি মেলার সময়ে কোনও ট্রেন যাতে বাতিল করা না হয়, সেই অনুরোধও জানানো হয়েছে রাজ্যের তরফে৷

ভলেন্টিয়ারদের ইন্সপেকশনের জন্য ৫০ টি বাইকের ব্যবস্থা করা হয়েছে। থাকছে টেম্পোরারি ফায়ার স্টেশনে ৫০ টির বেশি দমকল ইঞ্জিন। মেলায় ১০ হাজারের বেশি টয়লেটের ব্যবস্থা করেছেন তারা। আবর্জনা পরিষ্কারের ও সমুদ্রসৈকত পরিষ্কার রাখতে ৩ হাজার ভলেন্টিয়ার্সের ব্যবস্থা। ১৪২ টি এনজিও থেকে ৬০০০ এর বেশি ভলেন্টিয়ার্স থাকবে ।পুণ্যার্থীদের সুবিদার্থে স্যাটেলাইট ট্রেকিং ও জিপিএস ট্রেকিং ব্যবস্থা করছে ইসরো। ১১৫০ টি সিসিটিভি ও ২৩ টি ড্রোন দিয়ে নজরদারি চালাবে পুলিশ। তীর্থযাত্রী ও মেলার সাথে যুক্ত সকল সরকারি ও বেসরকারি কর্মী, মিডিয়া কর্মীদের জন্য থাকছে ৫ লক্ষ টাকার ইন্সোরেন্স কভারেজ।

কীভাবে যাবেন গঙ্গাসাগরে তীর্থ করতে? শিয়ালদহ দক্ষিণ শাখা থেকে কাকদ্বীপ বা নামখানাগামী ট্রেনে উঠতে হবে৷ নামতে হবে কাকদ্বীপ স্টেশনে৷ সেখান থেকে অটোয় বা টোটোয় চেপে যেতে হবে লট ৮ ঘাটে৷ সেখান থেকে ভেসেল বা লঞ্চে চেপে যেতে হবে কচুবেড়িয়া। তারপর সেখান থেকে আবার বাসে চেপে পৌঁছতে হবে গঙ্গাসাগর৷

সড়কপথে যাওয়ার কথা ভেবেছেন, তাঁদের কলকাতা থেকে বাস ধরে ডায়মন্ডহারবার রোড হয়ে পৌঁছতে হবে লঞ্চ ৮ ঘাটের মোড়। তারপর সেখান থেকে অটো বা টোটয় চেপে পৌঁছতে হবে লট ৮ ঘাটে। তারপর একইভাবে লঞ্চ বা ভেসেলে কচুবেড়িয়া পৌঁছে, সেখান থেকে বাসে যেতে হবে গঙ্গাসাগর মেলায়৷