Mohun Bagan Day: বাগান দিবস নিয়ে বিশেষ পরিকল্পনা ক্লাব কর্তাদের, জেনে নিন

প্রত্যেক বছরই মোহনবাগান দিবসকে ( Mohun Bagan Day) কেন্দ্র করে উন্মাদনা চরমে থাকা সবুজ-মেরুন সমর্থকদের মধ্যে। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এদিন মেতে ওঠে ময়দানের এই প্রধান।

mohun bagan day

প্রত্যেক বছরই মোহনবাগান দিবসকে ( Mohun Bagan Day) কেন্দ্র করে উন্মাদনা চরমে থাকা সবুজ-মেরুন সমর্থকদের মধ্যে। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এদিন মেতে ওঠে ময়দানের এই প্রধান। যা গত কয়েকটি বছর ধরেই সমর্থকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে। তবে এবার যেন জোড়া চমক। আসলে এবার একদিনের বদলে সমগ্ৰ অনুষ্ঠানটি পালিত হবে টানা দুইদিন। হ্যাঁ একেবারেই ঠিক শুনেছেন। এবার ঠিক এমনই পরিকল্পনা উঠে এসেছে ক্লাব কর্তাদের তরফ থেকে।

যতদূর শোনা যাচ্ছে, আগামী ২৯ জুলাই অর্থাৎ প্রথম দিন ক্লাবের মাঠে অনুষ্ঠিত হবে প্রাক্তনীদের একটি ফুটবল ম্যাচ। তারপর পরেরদিন অনুষ্ঠানের পরিকল্পনা হিসেবে থাকছে বিশিষ্ট ব্যক্তিবর্গদের পুরষ্কার প্রদানের পাশাপাশি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। এই প্রসঙ্গে মোহনবাগান সচিব দেবাশীষ দত্ত বলেন, এবছর ২৯ জুলাইয়ে মহরমের একটি পরব রয়েছে। তাই সেদিন দুপুরে ক্লাবের প্রাক্তনীদের নিয়ে একটি বিশেষ ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে বাকি সমস্ত অনুষ্ঠান পরেরদিন সন্ধ্যায় আয়োজন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেইমতো চলছে সমস্ত প্রস্তুতি।

   

বিশেষ সূত্র মারফত খবর, এই মোহনবাগান দিবসের কথা মাথায় রেখেই এবার বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। শোনা যাচ্ছে, গতবারের মতো এবার ও মোহনবাগান দিবসের অনুষ্ঠান কে কেন্দ্র করে মূল মঞ্চে আনা হবে ঐতিহাসিক অমর একাদশ দলের বর্তমান উত্তরসূরীরা। যা অনুষ্ঠান কে নিয়ে যাবে এক আলাদা মাত্রায়। এছাড়াও গত মরশুমে আইএসএল জয়ের পাশাপাশি হকির মতো টুর্নামেন্টে সাফল্য আসায় এবারের মোহনবাগান দিবসের অনুষ্ঠান কে ঘিরে সমর্থকদের উদ্দীপনা যে প্রবল থেকে প্রবলতর হবে তা কিন্তু বলাই চলে।