Murshidabad: সংঘর্ষে বারবার গরম রানিনগরে তৃণমূল গোহারা, বাতাসে লাল-সবুজ আবির

পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে সংঘর্ষে গরম থাকা মুর্শিদাবাদের রানিনগরে তৃণমূল খেলে বিরাট ধাক্কা।রানিনগর ২ এর অধিকাংশ পঞ্চায়েত বাম-কংগ্রেস জোটের দখলে। চলছে লাল আবির খেলা। শাসক…

পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে সংঘর্ষে গরম থাকা মুর্শিদাবাদের রানিনগরে তৃণমূল খেলে বিরাট ধাক্কা।রানিনগর ২ এর অধিকাংশ পঞ্চায়েত বাম-কংগ্রেস জোটের দখলে। চলছে লাল আবির খেলা। শাসক দলকে হারিয়ে আনন্দে মেতে উঠেছে বহু মানুষ। এ যেন এক যুদ্ধে জয়ী হওয়ার খুশি।

রানিনগর ২ ব্লকে যে ৯টি পঞ্চায়েত রয়েছে তার মধ্যে অধিকাংশ বাম-কংগ্রেস জোট দখল করেছে। যার উচ্ছ্বাসে তারা আবির খেলা মেতে উঠেছে। রানিনগর তৃণমূল বিধায়ক সৌমিক হোসেনের এলাকা। তিনি বড়সড় ধাক্কা খেলেন। সেখানে বাম-কংগ্রেস যৌথভাবে লড়াই করে তাদের জায়গা তৈরি করেছে। নির্বাচনের দিন গোটা রানীনগর উত্তপ্ত ছিল। সন্ত্রাস, ভোট চুরি, বোমা, গুলি ছিল অব্যাহত। এই প্রতিকূলতা পার করে সাধারন মানুষ ভোট দিয়েছিল। ফলাফল বলছে জোটের অনুকুলে রানিনগর।

রানিনগরের পাশাপাশি ডোমকল থেকেও জোটের জয় সংবাদ আসছে। জেলা কংগ্রেস নেতাদের দাবি, সম্পূর্ণ ফল বের হলে মুর্শিদাবাদ চমকে দেবে। গণনায় নির্বাচন কমিশনের হিসেবে মিলছে রাজ্যে কংগ্রেসের দখলে হাজারের বেশি পঞ্চায়েত আসন হতে চলেছে। আর বামফ্রন্টকে কংগ্রেস জোটের ফলাফল চিন্তায় রাখছে শাসক তৃণমূল কংগ্রেসকে।