East Bengal: মশাল বাহিনীর সম্ভাব্য হেডস্যারের হটসিটে খালিদ জামিল

পর পর ব্যর্থতা আর হতাশ করার কারণে ইস্টবেঙ্গলের (East Bengal) বিদেশি কোচ স্টিফেন কনস্টানটাইন বিদায় মোটামুটি পাকা৷ এখন শুধু আনুষ্ঠানিকভাবে ঘোষণার জন্য অপেক্ষা করছেন লাল-হলুদ সমর্থকরা৷

Khalid Jamil

পর পর ব্যর্থতা আর হতাশ করার কারণে ইস্টবেঙ্গলের (East Bengal) বিদেশি কোচ স্টিফেন কনস্টানটাইন বিদায় মোটামুটি পাকা৷ এখন শুধু আনুষ্ঠানিকভাবে ঘোষণার জন্য অপেক্ষা করছেন লাল-হলুদ সমর্থকরা৷ সম্ভবত আসন্ন ক্লাবের বোর্ড মিটিংয়েই বিষয়টি পরিস্কার হয়ে যাবে৷ তবে, কনস্টানটাইনের পরিবর্তে কাকে নতুন কোচ করা হবে, তা নিয়েও ময়দানে চলছে জোর জল্পনা৷

আরও পড়ুন: East Bengal: এলিট অ্যাকাডেমির এই ফুটবলারকেও ধরে রাখছে লাল-হলুদ কর্তারা

এই জল্পনা আর আলোচনার মধ্যেই উঠে এসেছে নতুন কোচের নাম৷ সুত্রের খবর, নতুন কোচ হিসেবে উঠে এসেছে খালিদ জামিলের নাম৷ শোনা যাচ্ছে, ক্লাবেব কর্তারা ইতিমধ্যেই খালিদ সাহেবের সঙ্গে আলোচনা অনেকটাই এগিয়ে নিয়ে গিয়েছেন৷ মনে করা হচ্ছে বোর্ড মিটিংয়ের পরেই তাঁর সঙ্গে পাকাপাকি চুক্তি করা হবে৷ কুয়েতে জন্মগ্রহণ করলেও তিনি ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেছেন৷

আরও পড়ুন: East Bengal FC: হেড কোচের সঙ্গে সম্ভবত ‘খলনায়ক’কেও টিম থেকে ছাঁটছে ইস্টবেঙ্গল

গত গ্রীষ্ষকালীন মরসুমে খালিদ জামিল এফসি বেঙ্গালুরু ইউনাইটেডের নতুন হেড কোচ নিযুক্ত করে৷ খালিদের কোচিং কেরিয়ার রীতিমতো বর্ণোজ্জ্বল। বেঙ্গালুরু ইউনাইটেডে যোগ দেওয়ার আগে তিনি নর্থ-ইস্ট ইউনাইটেড এফসিকে কোচিং করিয়েছেন। আইএসএলের প্রথম ভারতীয় হেড কোচ হিসেবে ইতিমধ্যেই ইতিহাস গড়েছেন খালিদ। তাঁর কোচিংয়েই আইএসএলের প্লে-অফও খেলে নর্থ-ইস্ট।

এর আগে খালিদ জামিল ইস্টবেঙ্গল ও মোহনবাগানকেও কোচিং করিয়েছেন খালিদ। তাঁর প্রশিক্ষণেই আইজল এফসি ২০১৬-১৭ মরশুমে আই লিগ চ্যাম্পিয়ন হয়।