Holi Utsav: ব্রজের দেহরি হাতরাসে হোলি শুরু হয়েছে রংভর্নি একাদশী থেকে

হাতরাসে রং ভরনী একাদশী উপলক্ষে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বয়ে যায় ভক্তির হাওয়া। এ সময় একে অপরকে রঙ-আবীর লাগিয়ে হোলি (Holi) উৎসবের শুভেচ্ছা জানান।

Holi Utsav

হাতরাসে রং ভরনী একাদশী উপলক্ষে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বয়ে যায় ভক্তির হাওয়া। এ সময় একে অপরকে রঙ-আবীর লাগিয়ে হোলি (Holi) উৎসবের শুভেচ্ছা জানান। মন্দিরে ভগবানের অলঙ্করণ করা হয়। হোলি গানের পাশাপাশি আরতি পরিবেশনের মাধ্যমে প্রসাদ বিতরণ করা হয়।

রংভর্ণী একাদশী থেকে হাতরাসে হোলি শুরু হয়েছে, যাকে ব্রজের দ্বার দেহরি বলা হয়৷ শুক্রবার শহরের গোবিন্দ ভগবান মন্দিরে প্রভুর মহাভিষেক করা হয়। রুই কি মান্ডিতে অবস্থিত কানহাইয়া জি মন্দিরে ভজন কীর্তন অনুষ্ঠিত হয়। এছাড়াও সকালে গুড়িহাই বাজারে অবস্থিত দাউজি মন্দির, ফোর্ট কমপ্লেক্সে অবস্থিত দাউজি মন্দির, লোহাট বাজার গঙ্গা মহারানী মন্দির, নবীপুর কালা শিবকালনি বানখণ্ডী মহাদেব মন্দির প্রভৃতি মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়।

ঠাকুরজি রং পিচকারি দিয়ে হোলি খেলেন। এছাড়া শহরের শ্রীনগর মহল্লা থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এছাড়া সন্ধ্যায় হোলি গান করা হয়। ভজন কীর্তনের পাশাপাশি প্রসাদ বিতরণ করা হয়।