জানুয়ারির ট্রান্সফার উইন্ডোর অপেক্ষায় ফুটবল প্রেমীরা। ইন্ডিয়ান সুপার লীগের একাধিক দলে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্টও জল্পনার বাইরে নেই। বাগানের প্রধান কোচের পদ থেকে হুয়ান ফেরেন্দোকে (Juan Ferrando) সরানোর দাবি জানিয়েছেন মোহন বাগান ফুটবল প্রেমীদের একাংশ। কেন সরানো উচিৎ ফেরান্ডোকে? সবুজ মেরুন কোচের বিরুদ্ধে একটি চারটি বিষয় তুলে ধরা যেতে পারে।
আরও পড়ুন: Youth League: ইয়ুথ লিগে এবার নয়া চ্যালেঞ্জের মুখে বাগান কোচ, বুধেই প্রথম খেলা
প্রচুর টাকা খরচ করে এবারের দল গঠন করেছে মোহন বাগান সুপার জায়ান্ট। জাতীয় দলের একাধিক ফুটবলার সহ নামকরা বিদেশি ফুটবলারদের দলে নেওয়া হয়েছে। AFC কাপে ভালো কিছু করার স্বপ্ন দেখেছিলেন বাগান কর্তারা। শেষ পর্যন্ত গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে দলকে।
বারবার আলোচনায় কেন্দ্র উঠে এসেছে ‘হুয়ান বল’। বাগানের স্প্যানিশ কোচের ম্যাচ ট্যাকটিস কতটা ইতিবাচক প্রভাব রাখতে পেরেছে সে ব্যাপারে ক্লাবের সমর্থকরা একাধিকবার প্রশ্ন তুলেছেন। নামকরা একাধিক ফুটবলার থাকলেও সবুজ মেরুন ব্রিগেডের খেলা বেশ কিছু ম্যাচে মন ভরাতে পারেনি। প্রতিপক্ষ একটু কঠিন হলেই নড়বড়ে দেখিয়েছে দলকে।
আরও পড়ুন: Mohun Bagan: মাজিয়ার বিপক্ষে পরাজিত হওয়ার পর বিষ্ফোরক মিরান্ডা
মোহন বাগান সুপার জায়ান্টের পূর্ণাঙ্গ স্কোয়াড বেশ চোখে পড়ার মতো। কিন্তু হুয়ান ফেরান্ডো এই স্কোয়াডের কতটুকু ব্যবহার করতে পেরেছেন? অধিকাংশ তরুণ ফুটবলারদের ম্যাচের পর ম্যাচ বেঞ্চে বসিয়ে না রেখে কি আরও বেশি সুযোগ দেওয়া যেত না? এই প্রশ্ন এড়ানো যাচ্ছে না।
হুয়ান ফেরান্ডোর অধীনে মোহন বাগান সুপার জায়ান্টের অন্যতম প্রধান সমস্যা হল খেলোয়াড় বাছাইয়ে অসামঞ্জস্যতা। প্রতিভা এবং তারকা খেলোয়াড়দের দ্বারা ভরা স্কোয়াড। সাফল্যের জন্য সঠিক ভারসাম্য এবং রসায়ন খুঁজে পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোচ কি সঠিক একাদশ বেছে নিয়ে ভারসাম্য বজায় রাখতে পারছেন? ফেরান্ডোর ফুটবল দর্শন প্রশ্নের অতীত নয়।