Kerala Blasters: অ্যাওয়ে কিটে বড়সড় চমক কেরালার

গত ফুটবল মরশুমটা বহু বিতর্কের মধ্যে দিয়ে শেষ হলেও নতুন করে ঘুরে দাঁড়ানোর অঙ্গিকার ছিল কেরালার (Kerala Blasters )।

Kerala Blasters Away Kit

গত ফুটবল মরশুমটা বহু বিতর্কের মধ্যে দিয়ে শেষ হলেও নতুন করে ঘুরে দাঁড়ানোর অঙ্গিকার ছিল কেরালার (Kerala Blasters )। সেইমতো গত সুপার কাপের পর থেকেই নতুন করে সমস্ত কিছু শুরু করে দক্ষিণের এই ফুটবল ক্লাব। সেইমতো গত কয়েকমাস আগেই অন্যতম প্রতিপক্ষ দল বেঙ্গালুরু এফসির থেকে তারকা ফুটবলার প্রবীর দাসকে দলে টানে কেরালা। শেষ মরশুমে বেঙ্গালুরু এফসির জার্সিতে খেললেও আগামী কয়েকটি মরশুমের জন্য হলুদ জার্সিতে খেলবেন এই বাঙালি ফুটবলার।

তবে সেখানেই শেষ নয়, আরেক বাঙালি ফুটবলার তথা দেশের তারকা ডিফেন্ডার প্রীতম কোটালের ও ডেস্টিনেশন থেকেছে কেরালা ব্লাস্টার্স। গত মরশুমে দায়িত্ব নিয়ে এটিকে মোহনবাগান দলকে আইএসএল চ্যাম্পিয়ন করলেও এবার সোয়াপ ডিলের মাধ্যমে সাহাল আবদুল সামাদের বদলে কেরালা দলে পা রেখেছেন প্রীতম।

   

যা চমকে দিয়েছে সকলকে। এছাড়াও গত কয়েকদিন আগে এই ফুটবল দলের সঙ্গেই যুক্ত হয়েছেন ইশান পন্ডিতা। গত তিনমাস ধরে তাকে দলে টানার জন্য একের পর এক ফুটবল দলের মধ্যে লড়াই দেখা দিলেও শেষ পর্যন্ত ইমামি ইস্টবেঙ্গল ও চেন্নাইন এফসিকে পিছনে ফেলে ইশানের সঙ্গে দুই বছরের চুক্তি সেরে ফেলে কেরালা ব্লাস্টার্স দল। যা নিঃসন্দেহে দেশীয় ফুটবলারদের মধ্যে সবচেয়ে বড় চমক। বর্তমানে ডুরান্ড কাপের জন্য শহর কলকাতায় অনুশীলন চালাচ্ছে কেরালা দল। এর মাঝেই এবার নিজেদের অ্যাওয়ে কিট প্রকাশ করে সকলকে তাক লাগিয়ে দিল কেরালা ম্যানেজমেন্ট।

এবার মূলত নীল ও গোলাপি রঙের সহযোগে আকর্ষণীয় ডিজাইনে তৈরি হয়েছে কেরালার অ্যাওয়ে কিট। যেটি পরিধান করে ফটোশ্যুট করেন কেরল দলের ফুটবলাররা। যাদের মধ্যে রয়েছেন অ্যাড্রিয়ান লুনা থেকে শুরু করে করনজিৎ সিং, ও ডায়মান্টাকোসের মতো ফুটবলাররা। যা সহজেই মন কেড়েছে সমর্থকদের।