Trevor Sinclair: ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত হচ্ছেন এই ব্রিটিশ তারকা

হাতে আর মাত্র কিছুদিন তারপর নতুন বছরে শুরু হবে এশিয়ান কাপ। এখন সেদিকেই নজর সকলের। তবে তার আগেই বিরাট সুখবর উঠে আসল দেশের ফুটবলপ্রেমী মানুষদের…

Trevor Sinclair

হাতে আর মাত্র কিছুদিন তারপর নতুন বছরে শুরু হবে এশিয়ান কাপ। এখন সেদিকেই নজর সকলের। তবে তার আগেই বিরাট সুখবর উঠে আসল দেশের ফুটবলপ্রেমী মানুষদের জন্য। আসন্ন এএফসি এশিয়ান কাপের আগেই ভারতীয় দলের সঙ্গে যুক্ত হতে চলেছেন ব্রিটিশ তারকা ট্রেভর সিনক্লেয়ার (Trevor Sinclair)।

হ্যাঁ ঠিকই শুনছেন। কিন্তু কিসের দায়িত্ব পেতে চলেছেন তিনি? যতদূর জানা গিয়েছে, এশিয়ান কাপের মতো আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের কথা মাথায় রেখেই নাকি ভারতীয় দলের হেড কোচ তথা ইগর স্টিমাচের সহকারী হিসেবে ভারতে আসবেন তিনি। যা নিঃসন্দেহে বড়সড় চমক। তার আগমনে ভারতীয় দলের পারফরম্যান্সের ক্ষেত্রে যে বড়সড় বদল আসবে তা কিন্তু বলাই চলে।

   

বলাবাহুল্য, একটা সময় ইংল্যান্ডের অন্যতম শক্তিশালী ফুটবল দল ম্যাঞ্চেস্টার সিটির হয়ে ও খেলেছিলেন সিনক্লেয়ার। তবে সেখানেই শেষ নয়। পরবর্তীতে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের পাশাপাশি আর একাধিক শক্তিশালী ফুটবল দলের হয়ে নিজের সেরা সময় কাটিয়েছেন এই ব্রিটিশ তারকা। তবে এবার আর ফুটবলার নয়। নয়া দায়িত্ব পালনে আসতে চলেছেন ভারতে। কিন্তু কবে? যতদূর জানা গিয়েছে, চলতি ডিসেম্বর মাসের ২৯ তারিখ ভারতের ফুটবল দলের দায়িত্ব পেতে চলেছেন ট্রেভর সিনক্লেয়ার। তারপর আগামী ৩০ ডিসেম্বর এই আন্তর্জাতিক টুর্নামেন্টের জন্য দোহা উড়ে যাবে ভারতীয় ফুটবল দল।

গত কয়েকটি ফুটবল টুর্নামেন্টে ভারতীয় দলের পারফরম্যান্স খুব একটা ভালো না হলেও এবারের এই এশিয়ান চ্যাম্পিয়নশিপের দিকে নজর সকলের। তবে এই ব্রিটিশ তারকার দায়িত্ব গ্রহণ ভারতীয় দলের পারফরম্যান্সে কতটা মঙ্গলজনক ভূমিকা পালন করে এখন সেটাই দেখার।