জয় দিয়ে ইন্ডিয়ান সুপার লীগের দশম সংস্করণ শুরু করেছে কেরালা ব্লাস্টার্স। গমগমে জহরলাল নেহেরু স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসিকে ২-১ গোলে তারা হারিয়েছে। বড় জয় পেয়ে ম্যাচের পর উজ্জীবিত কেরালা ব্লাস্টার্স ফুটবলাররা।
হলুদ জার্সি পরে বেঙ্গালুরু ফুটবল ক্লাবের বিরুদ্ধে জয়। অত দর্শকের সামনে জিততে পেরে খুশি প্রবীর দাস। সামাজিক মাধ্যমে তিনি বলেছেন, “আমাদের ISL অভিযান দারুণ ভাবে শুরু হল এবং একইভাবে শুরু হল আইএসএল এর দশম সংস্করণ। কোচিতে হাজার হাজার সমর্থকদের সামনে এই প্রথম কেরালা ব্লাস্টার্স এর হলুদ জার্সি পরে মাঠে নেমেছিলাম। দলের জন্য ৩ পয়েন্ট নিশ্চিত করতে পেরেছি আমরা। দারুণ অনুভূতি।”
ഒരു ഉജ്വല തുടക്കം ⚡️💛
A great start to our ISL season, and what a way to celebrate 10 years in ISL!
My ISL debut for KBFC, donning the Yellow of the Blasters in front of thousands at Kochi, and securing 3 points in our first ISL match. It's an incredible feeling. (1/2) pic.twitter.com/PrhJqYM9gt
— Prabir Das (@ImPrabirDas) September 21, 2023
এরপর কেরালা ব্লাস্টার্স সমর্থকদের উদ্দেশ্যে প্রবীর বলেছেন, “এর আগে এই সমর্থকদের ব্যাপারে শুনেছিলাম বা উল্টো দিক থেকে দেখেছিলাম। কিন্তু তাদেরই সামনে তাদেরই একজন হয়ে এই পারফর্ম করার অনুভূতি ভাষায় বর্ণনা করা যাবে না। এই জয় সব শুরু, এখনও পথ চলা বাকি, সঙ্গে থাকবো আমরা।”
ম্যাচের পর প্রীতম কোটাল বলেছেন, “পুরো পয়েন্ট নিয়ে শুরুটা ভালই হল। এবার আমাদের নজরে থাকবে পরের চ্যালেঞ্জ। একটা উদ্দেশ্য নিয়ে মাঠে নেমেছি, উদ্দেশ্য সফল না হওয়া পর্যন্ত হার মানার কোনো প্রশ্নই ওঠে না।”
A good start to the season with all full points for the team, focus now shifts to the next challenge. We are here with a mission this season and we are not going to give up until it’s done! #WeNeverGiveUp #WeAreBlasters 💛💛 pic.twitter.com/pB9yC4mKRT
— Pritam Kotal (@KotalPritam) September 21, 2023