আরবের দলের বিরুদ্ধে খেলতে চলেছে ISL ক্লাব

ধীরে ধীরে নিজেদের দল গুছিয়ে নিচ্ছে ইন্ডিয়ান সুপার লীগের ক্লাব কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। আর্থিক সমস্যার কথা শোনা গেলেও বুদ্ধিমত্তার সঙ্গে দল গড়ছে দক্ষিণ ভারতীয় এই ফ্র্যাঞ্চাইজি ফুটবল ক্লাব

Kerala Blasters

ধীরে ধীরে নিজেদের দল গুছিয়ে নিচ্ছে ইন্ডিয়ান সুপার লীগের ক্লাব কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। আর্থিক সমস্যার কথা শোনা গেলেও বুদ্ধিমত্তার সঙ্গে দল গড়ছে দক্ষিণ ভারতীয় এই ফ্র্যাঞ্চাইজি ফুটবল ক্লাব। আগামী দিনে নামকরা কিছু দলের বিরুদ্ধে খেলতে পারে তারা।

সম্প্রতি পাওয়া আপডেট অনুযায়ী,সংযুক্ত আরব আমীরশাহির প্রথম সারির একাধিক দলের বিরুদ্ধে মাঠে নামতে পারে কেরালা ব্লাস্টার্স। UAE প্রো লীগের একাধিক দলের বিরুদ্ধে খেলতে পারে ভারতের এই ক্লাব। প্রাপ্ত তথ্য অনুযায়ী, কেরালা ব্লাস্টার্স UAE Pro league বিজেতা Shabab Al Ahli ফুটবল ক্লাব, তৃতীয় রানার আপ Al Wasl FC এবং Sharjah Football Club – এর বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলতে পারে ব্লাস্টার্স।

গত বছরের শোনা গিয়েছিল UAE ক্লাবের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে পারে কেরালা ব্লাস্টার্স। শেষ পর্যন্ত সেটা হয়নি। তখন ভারতীয় ফুটবল ফেডারেশনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল ফিফা। ফলে বিদেশি দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা বাতিল করতে হয়েছিল কেরালা ব্লাস্টার্সকে। এ বছর ফের প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। যদিও তারিখ বা নিশ্চিত কিছু এখনও জানা যায়নি।

এরই মধ্যে খবর পাওয়া গিয়েছে যে এক হাইপ্রোফাইল বিদেশি ফুটবলারকে নিশ্চিত করেছে কেরালা ব্লাস্টার্স। কেরালা ব্লাস্টার্স এফসি ২৪ বছর বয়সী মন্টেনিগ্রোর সেন্টার-ব্যাক মিলোস ড্রিনিচকে আসন্ন হিরো আইএসএল ২০২৩-২৪ মরসুমের জন্য এক বছরের চুক্তিতে চুক্তিবদ্ধ করেছে। ১৫ নম্বর জার্সি পরে কলকাতায় আয়োজিত ব্লাস্টার্স ক্যাম্পে যোগ দিতে চলেছেন ড্রিনিচিচ। তরুণ এই ডিফেন্ডার খেলেছেন আন্সু ফাতির বিরুদ্ধে।