Football News: ‘পেটের দায়ে’ ফুটবল জগত থেকে বিদায় আরও দুই বঙ্গ তরুণের

Football News: পেটের দায় বড় দায়। বছরের পর বছর ধরে এই সমস্যার সাথে লড়াই করতে করতে ময়দান থেকে হারিয়ে গিয়েছে বহু প্রতিভাবান।

Raja Burman and Subrata Murmu

Football News: পেটের দায় বড় দায়। বছরের পর বছর ধরে এই সমস্যার সাথে লড়াই করতে করতে ময়দান থেকে হারিয়ে গিয়েছে বহু প্রতিভাবান। হাতে গোনা কয়েকজন সেই লড়াইয়ে খানিকটা এগিয়ে আসলেও পরবর্তী সময়ে অভাবের বাঁচতে ও পরিবারের আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করতে শেষ পর্যন্ত নিজেদের স্বপ্নকে মাটি চাপা দিয়ে হঠাৎ কোনো চাকরি নিয়ে বিদায় নিয়েছেন নিজেদের ক্রীড়া জগত থেকে। বিগত কয়েকদিন ধরে সেই ঘটনারই সাক্ষী কলকাতা ময়দান।

গতকাল সোমবার দল ছেড়েছেন লাল-হলুদ রক্ষনভাগের অন্যতম ভরসাযোগ্য তারকা তথা অধিনায়ক শুভেন্দু মান্ডি। রিলিজ নিয়ে অন্যকোনো দল নয় বরং ফুটবল ক্যারিয়ারে ইতি টানতে চলেছেন এই প্রতিভাবান। চলতি ফুটবল লিগে দলের হয়ে যথেষ্ট ঝলমলে ছিলেন এই তারকা ফুটবলার, কিছুদিন অপেক্ষা করলেই হয়ত ডাক পেতেন লাল-হলুদের সিনিয়র দলে। কিন্তু সেই আশা আর পূরন হলনা শুভেন্দুর আগামী কয়েকদিন পরেই পুলিশের চাকরিতে যোগ দেবেন এই প্রাক্তন অধিনায়ক। তবে তিনি একানন।

এবার সেই তালিকায় যুক্ত হলেন আরও দুই বঙ্গ তারকা। রাজা বর্মন ও সুব্রত মুর্মু। চলতি প্রিমিয়ার ডিভিশন লিগে ময়দানের অন্যতম শক্তিশালী দল ইউনাইটেড স্পোর্টস ক্লাবের হয়ে খেলেছেন এই দুই তারকা। দলের হয়ে গোল করার পাশাপাশি ম্যাচ জয় করার ক্ষেত্রে ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন দুজনে। তবে আরও মাঠে নামে হল না তাদের।

এবার রেলের চাকরি করার জন্য ফুটবল মাঠ ছেড়ে বিলাসপুরে রওনা হতে চলেছেন দুই বঙ্গ তারকা। যতদূর খবর, আগামীকালই কলকাতা ছেড়ে বিলাসপুরের পথে পা বাড়াবেন দুজনে। ১৮ তারিখ রিপোর্টিং করার কথা দুজনের। তাই এদিন ছোটোখাটো একটি অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের দুই ফুটবলারকে বিদায় জানাল ইউনাইটেড স্পোর্টস ক্লাব।

বিশেষ সূত্র মারফত খবর, শুধু এই দুজন ফুটবলার নয়, ময়দান ছেড়ে চাকরি জীবনে পা রাখতে চলেছেন আরও দুই দাপুটে ফুটবলার। যাদের মধ্যে রয়েছেন দীপক কুমার রজক ও সুজিত সিং। আগামী কয়েকদিনের মধ্যেই ময়দানকে বিদায় জানিয়ে চাকরি ক্ষেত্রে যোগদান করবেন দুজনে।