স্বাধীনতা দিবসের দিন পাওয়া গেল একটা খারাপ খবর। প্রয়াত ইস্টবেঙ্গলের প্রাক্তন কর্তা সুপ্রকাশ গড়গড়ি (Suprakash Gargari)। জানা গিয়েছে, ৭৭ তম স্বাধীনতা দিবসের রাতে তিনি পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। সুপ্রকাশ গড়গড়ি এক সময়কার দাপুটে ইস্টবেঙ্গল কর্তা হিসেবে পরিচিত ছিলেন।
সুপ্রকাশ গড়গড়ি প্রকাশ্যে এসেছে অনেক পরে। ১৫ আগস্ট বেলার দিকে প্রকাশ্যে আসে তাঁর মৃত্যুর খবর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। রাত ১ টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে জানা গিয়েছে। কালীঘাটের বাড়িতে চির নিদ্রায় গিয়েছে ইস্টবেঙ্গলের প্রাক্তন কর্তা।
বহু কারণে ফুটবল প্রেমী মানুষ মনে রাখবেন সুপ্রকাশ গড়গড়িকে। ১৯৮৮ সালে ইস্টবেঙ্গল ক্লাবে আর্থিক সংকটের সম্মুখীন হয়েছিল। কীভাবে দল গঠন করা হবে সে ব্যাপারে উঠেছিল প্রশ্ন। তখন ক্লাবের সচিব ছিলেন সুপ্রকাশ গড়গড়ি। জানা যায় না, ক্লাবের অনুষ্ঠানে লতা মঙ্গেশকরকে নিয়ে আসার ব্যাপারে প্রস্তাব দিয়েছিলেন তিনি। প্রস্তাব সবাই মেনে নিয়েছিলেন। এরপর মুম্বইয়ে রোভার্স কাপ খেলতে গিয়েছিল ইস্টবেঙ্গল। তখনই লতা মঙ্গেশকরকে ইস্টবেঙ্গল ক্লাবের অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন সুপ্রকাশ গড়গড়ি। রাজি হয়েছিলেন সুরসম্রাজ্ঞী। এসেছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের অনুষ্ঠানে। সেই অনুষ্ঠান থেকে ইস্টবেঙ্গল ক্লাব প্রায় ২০ লক্ষ টাকা লাভ করেছিল বলে শোনা যায়।
এছাড়াও ক্লাবের এক কিংবদন্তি ফুটবলারের বিয়ে দিয়েছিলেন সুপ্রকাশ গড়গড়ি। ক্যাথির সঙ্গে চিমা ওকোরির প্রেম পর্বের কথা তখন ময়দানের কারও অজানা ছিল না। ইস্টবেঙ্গল কর্তার উদ্যোগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন প্রেমিক প্রেমিকা।