Ranji Trophy: ১ পয়েন্ট নিয়ে রঞ্জি ট্রফি অভিযান শুরু করল বাংলা

এক পয়েন্ট নিয়েই এবারের রঞ্জি ট্রফি (Ranji Trophy) অভিযান শুরু করল বাংলা। চতুর্থ দিনের শেষে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে হার জিতের কোনো ফলাফল পাওয়া যায়নি। দুই দলের…

Bengal Ranji Trophy

এক পয়েন্ট নিয়েই এবারের রঞ্জি ট্রফি (Ranji Trophy) অভিযান শুরু করল বাংলা। চতুর্থ দিনের শেষে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে হার জিতের কোনো ফলাফল পাওয়া যায়নি। দুই দলের পয়েন্ট পয়েন্ট ভাগ করা হয়েছে।

অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে ম্যাচের শুরুটা ভালো করেছিল বাংলা। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে চালকের আসনে ছিল বঙ্গ একাদশ। দলের অভিজ্ঞ ক্রিকেটার অনুষ্টুপ মজুমদার করেন শতরান। ১৩৯ বলে ১২৫ রানের ইনিংস খেলেন তিনি। মজুমদারের ইনিংস সাজানো ছিল ১৫ টি চার ও দুটি ওভার বাউন্ডারি দিয়ে।

   

অনুষ্টুপ ছাড়াও বাংলার হয়ে ব্যাট হাতে শুরুটা ভালো করেছিলেন ওপেনার সৌরভ পাল। ২৪ বছর বয়সী সৌরভ ২৩২ টা বলের মুখোমুখি হয়ে উইকেটের একটা দিক আঁকড়ে ধরেছিলেন। মাত্র চার রানের জন্য শতরান হাতছাড়া করেছেন তিনি। তার ইনিংসে দশটি বাউন্ডারি রয়েছে। এছাড়া লোয়ার মিডল অর্ডারে অভিষেক পোড়েল খেলেছেন ৭০ রানের ইনিংস। প্রথমে ব্যাট করে ৪০৯ রান তুলেছিল বাংলা।

জবাবে অন্ধ্রপ্রদেশের ৪৪৫ রান। আসলে ACA-VDCA International Cricket স্টেডিয়ামের উইকেটে দুই দলের ব্যাটসম্যানরা সুযোগের সদ্ব্যবহার করতে পেরেছেন। চতুর্থ দিন শুরু হওয়ার আগেই অবশ্য নিজেদের জন্য তিন পয়েন্ট নিশ্চিত করে নিয়েছিল অন্ধ্রপ্রদেশ। দুর্ধর্ষ ইনিংস খেলেন অন্ধ্রপ্রদেশের রিকি ভূঁই। ৩৪৭ বলে ১৭৫ রান করে রিকি হয়েছেন ম্যাচের সেরা। বাংলার হয়ে বল হাতে নজর কেড়েছেন মহম্মদ শামির ভাই মহম্মদ কাইফ। তিন উইকেট নিয়েছেন তিনি।