Kolkata Police: নব্বই দশকে ‘অপরাধীদের যম’ ছিলেন, জ্যোতি বসুর প্রিয় তুষার তালুকদার প্রয়াত

প্রয়াত হলেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার (Kolkata Police)  তুষারকান্তি তালুকদার। মঙ্গলবার দুপুরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৮৫ বছর।…

প্রয়াত হলেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার (Kolkata Police)  তুষারকান্তি তালুকদার। মঙ্গলবার দুপুরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৮৫ বছর।

শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়ায় শনিবার রাতে হাসপাতালে ভর্তি করানো হয় প্রাক্তন পুলিশ কমিশনারকে। তার শারীরিক পরিস্থিতির অবনতি হতে থাকে। দীর্ঘ দিন ধরেই কিডনির অসুখে ভুগছিলেন তিনি। হাসপাতালে ভর্তি করানোর পর হৃদযন্ত্রেও সমস্যা খুঁজে পান চিকিৎসকেরা। মঙ্গলবার বেলা ১১টা ৫৩ মিনিটে তিনি হৃদরোগে আক্রান্ত হন। দুপুর ১২টা নাগাদ হাসপাতালের তরফে জানানো হয়, তিনি মারা গেছেন।

১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত কলকাতার পুলিশ কমিশনার ছিলেন তুষারকান্তি তালুকদার। ১৯৯৩ সালের ২১ জুলাই যুব কংগ্রেসের রাইটার্স বিল্ডিং অভিযানে গুলি চালিয়ে ১৩ জনকে মেরে ফেলার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। এই অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় কলকাতার পুলিশ কমিশনার ছিলেন তুষারকান্তি।

রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর ২১ জুলাইয়ের ঘটনার তদন্তে যে বিচারবিভাগীয় কমিশন গঠন করেছিল, সেই কমিশনের সামনে নিজের বক্তব্য জানিয়েছিলেন তুষারকান্তি তালুকদার। তিনি জানিয়েছিলেন যে, কার নির্দেশে সে দিন গুলি চলেছিল, তা তার মনে নেই। তিনি নিজে এমন কোনও নির্দেশ দেননি বলে জানান এই প্রাক্তন আইপিএস আধিকারিক।

তুষার তালুকদারের প্রয়াণ সংবাদে কলকাতার পুলিশ মহল শোকাচ্ছন্ন। তিনি এ রাজ্যে বাম জমানার মধ্য গগনে ছিলেন কলকাতার পুলিশ কমিশনার। ততকালীন সময়ে অপরাধীদের দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। ততকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নজরে প্রিয়পাত্র ছিলেন তুষার তালুকদার। বারবার তাঁর সাথে সিপিআইএমের বিশেষ ঘনিষ্ঠতার অভিযোগ উঠেছিল। পশ্চিমবঙ্গের ততকালীন বিরোধী দল কংগ্রেসের অভিযোগ ছিল, ‘তুষারবাবু সিপিএমের পেটোয়া লোক’।