Rashid Khan: ফের সংকটে শিল্পী রশিদ খান

মাসখানেক ধরে আশঙ্কাজনক অবস্থা সংগীতশিল্পী রাশিদ খান (Ustad Rashid Khan)। তবে মাঝে দিনকয়েক অবস্থার উন্নতি হলেও, মঙ্গলবার সকাল থেকেই সংকটজনক অবস্থায় আইসিইউ-এ ট্রান্সফার করা হয়েছে।…

Ustad Rasid Khan health Update

মাসখানেক ধরে আশঙ্কাজনক অবস্থা সংগীতশিল্পী রাশিদ খান (Ustad Rashid Khan)। তবে মাঝে দিনকয়েক অবস্থার উন্নতি হলেও, মঙ্গলবার সকাল থেকেই সংকটজনক অবস্থায় আইসিইউ-এ ট্রান্সফার করা হয়েছে। ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন শিল্পী। অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। বছরের শেষে কিছুটা হলেও ভালো অবস্থায় ফিরেছিলেন শিল্পী। তবে আবারও সমস্যা বাড়তে শুরু করে। অতি সংকটজনক অবস্থায় তাকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে।

২০২৩-এর শেষের দিকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাকে । রাইস টিউবের মাধ্যমে খাওয়াতে হয়েছিল তাকে। দীর্ঘদিন ধরে ক্যানসারের চিকিৎসা চলছিল শিল্পীর। তবে দিনকয়েক আগে খানিক অবস্থার উন্নতি ঘটেছিল সেই অবস্থা থেকে। স্ট্রোক হয়েছিল রাশিদ খানের।

চিকিৎসক সুদীপ্ত মিত্র জানান, ‘অত্যন্ত সংকটজনক অবস্থা। ভেন্টেলেশনে দেওয়া হয়েছে’। যদিও এই বিষয়ে শিল্পীর পরিবারের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্রের খবর অনুসারে সম্প্রতি শিল্পীর মস্তিষ্কে রক্তক্ষরণ হতে শুরু করে। ব্রেইন স্ট্রোক হয়েছে বলেও জানা যায়। তৎক্ষণাৎ ভর্তি করানো হয় শহরের একটি বেসরকারি হাসপাতালে।

উল্লেখ্য, প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত হন রাশিদ খান। পরে সংক্রমণ ছড়িয়ে পড়ায় শহরের বাইরে থেকে বোন ম্যারো প্রতিস্থাপনও করা হয়েছিল। তারপর থেকেই শুরু হয় একাধিক সমস্যা। মাঝেমধ্যেই প্লেটলেট নেমে যেত। প্লেটলেট নিতে ভর্তি হতেন হাসপাতালে। গত ২১ নভেম্বর স্ট্রোক হয়। ফের ভর্তি করানো হয় তাকে। তখন থেকেই আইটিইউ-তে ছিলেন। মঙ্গলবার ভোরে অবস্থা এতটাই অবনতি ঘটে, যে তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়।