Kerala Blasters: দলের এই তরুণ ডিফেন্ডারের সঙ্গে চুক্তি বাড়াল কেরালা

গত আইএসএল মরশুমে খুব একটা আহামরি পারফরম্যান্স করেনি কেরালা (Kerala Blasters)।  হিরো ইন্ডিয়ান সুপার লিগের কোয়ার্টার ফাইনালে সুযোগ করে নিলেও শেষ পর্যন্ত বেঙ্গালুরু এফসির কাছে বিতর্কিত ভাবে ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছিল ইভান ভুকোমানোভিচের ছেলেদের।

Hormipam Ruivah

গত আইএসএল মরশুমে খুব একটা আহামরি পারফরম্যান্স করেনি কেরালা (Kerala Blasters)।  হিরো ইন্ডিয়ান সুপার লিগের কোয়ার্টার ফাইনালে সুযোগ করে নিলেও শেষ পর্যন্ত বেঙ্গালুরু এফসির কাছে বিতর্কিত ভাবে ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছিল ইভান ভুকোমানোভিচের ছেলেদের।

তবে সেসব ঘটনা এখন অতীত। দিনকয়েক আগে ফুটবল মরশুম শেষ হয়ে গেলেও এখন থেকে আগামী মরশুমের জন্য ঘর গোছাতে তৈরি আইএসএল থেকে শুরু করে আইলিগের সমস্ত দল গুলি। আইএসএলের ক্ষেত্রে দলবদলের বাজারে একেবারে শুরু থেকেই সক্রিয় ছিল বেঙ্গালুরু এফসি ও এফসি গোয়ার মতো দলগুলো। পরবর্তীতে কলকাতার দুই প্রধান যথা এটিকে মোহনবাগান ও ইমামি ইস্টবেঙ্গল সেই আসরে নাম লেখায়। তবে খুব একটা পিছিয়ে নেই কেরালা।

   

দিনকয়েক আগেই তাদের প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসির ঘর ভেঙে প্রবীর দাসকে দলে টেনেছে কেরালা ব্লাস্টার্স। এক কথায় বলতে গেলে বড় অঙ্কের চুক্তিতে তাঁকে দলে টেনেছে কেরল ম্যানেজমেন্ট। নিঃসন্দেহে যা বিড়াট বড় চমক। পূর্বে এটিকে ও এটিকে মোহনবাগানের হয়ে আইএসএলে খেলেছেন প্রবীর। যথেষ্ট সাফল্য রয়েছে তার ঝুলিতে।

শেষ মরশুমে ও বেঙ্গালুরু এফসির হয়ে খেলেছিলেন আইএসএল ফাইনাল। তবে আগামী মরশুম থেকে খেলবেন কেরালা ব্লাস্টার্স দলে। তবে সেখানেই শেষ নয়। যতদূর শোনা যাচ্ছে আগামী দুই মরশুমের জন্য ইশান পন্ডিতা কে দলে টানতে ও বড়সড় অর্থ বরাদ্দ করা হয়েছে কেরল ম্যানেজমেন্টের তরফে। যদিও তিনি কোথায় আসবেন তা এখনো পরিষ্কার হয়নি।

এসবের মাঝেই এবার নিজেদের দলের তরুন ডিফেন্ডারের সঙ্গে চুক্তি বাড়াল কেরালা। তিনি হরমিপাম রুইভা। বছর বাইশের এই তারকা ফুটবলার গতবছর থেকেই রয়েছেন কেরল দলে। আইএসএলের মঞ্চে খেলেছেন বেশ কয়েকটি ম্যাচ। এবার আগামী ৪ বছরের চুক্তিতে তাকে দলে রাখল ভুকোমানোভিচ ব্রিগেড। উল্লেখ্য, এই তরুণ ফুটবলারের কাছে আইএসএলের একাধিক ক্লাবের অফার থাকলেও শেষ পর্যন্ত নিজের পুরোনো ক্লাব কেই বেছে নিয়েছেন এই তরুণ প্রতিভাবান।