Carles Cuadrat: এবার শহরে আসছেন কুয়াদ্রাত, কোথায় প্রি সিজন করবে দল?

স্টিফেন জামানার অবসান ঘটিয়ে আগামী দুই বছরের জন্য লাল-হলুদে কোচিং করাবেন এই স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাত (Carles Cuadrat)।

Kolkata Pre-season: Carles Cuadrat and Team Prepare for Season at Secret Location

স্টিফেন জামানার অবসান ঘটিয়ে আগামী দুই বছরের জন্য লাল-হলুদে কোচিং করাবেন এই স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাত (Carles Cuadrat)। গত মরশুম পর্যন্ত ডেনমার্কের একটি ক্লাবে সহকারী কোচ হিসেবে থাকলেও এবার ফের আসছেন ভারতে। বলাবাহুল্য, ভারতীয় ফুটবল লিগে যথেষ্ট সফল থেকেছেন এই কোচ।

বছর কয়েক আগে প্রথমবারের মতো ভারতে এসে বেঙ্গালুরু এফসির দায়িত্ব পেয়েছিলেন তিনি, প্রথম সহকারী হিসেবে ফেডারেশন কাপ জিতলে ও পরবর্তীকালে তার হাত ধরেই আইএসএল চ্যাম্পিয়ন হয় বেঙ্গালুরু এফসি। সেজন্য তার অতীত অভিজ্ঞতা ও সাফল্যের উপর নজর রেখেই নিজেদের ক্লাবের দায়িত্ব তুলে দেয় লাল-হলুদ শিবির। গত তিনটি মরশুম দলের পারফরম্যান্স খারাপ হলেও আগামী মরশুমে এই নতুন কোচের হাত ধরেই সাফল্যের সরনীতে ফিরতে চায় ইস্টবেঙ্গল।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

কিন্তু কবে শহরে আসছেন কুয়াদ্রাত? যতদূর জানা গিয়েছে, চলতি মাসের একেবারে শেষের দিকেই কলকাতায় আসবেন এই স্প্যানিশ কোচ। তবে গোটা দল নিয়ে স্পেনে প্রি সিজন করানোর কথা থাকলেও বর্তমানে নাকি ভারতেই সেই পরিকল্পনা সম্পন্ন করা হবে। তবে আদৌ ঠিক কোথায় দলকে নিয়ে প্রি সিজন করাবেন ইস্টবেঙ্গল কোচ তা এখনো জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে সমস্ত কিছু।

পাশাপাশি চলতি মাসের শেষের দিকেই দল সংক্রান্ত বিষয়ে বিশেষ ঘোষণা করতে পারে ইমামি ইস্টবেঙ্গল ক্লাব। বলাবাহুল্য, গত আইএসএল মরশুম শেষ হওয়ার পর থেকেই দল গঠনের কাজে হাত দিয়েছিল মশাল ব্রিগেড। সেক্ষেত্রে নন্দকুমার শেখর ও ইভান ভান্সপালের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়ে গিয়েছিল অনেক আগেই। তবে বিদেশি নির্বাচনের ক্ষেত্রে কোচের সিদ্ধান্তের জন্যই অপেক্ষা ছিল ম্যানেজমেন্টের। সেইমতোই নাকি হায়দরাবাদ এফসির দুই তারকা ফুটবলার জাভিয়ের সিভেরিও ও বোরহা হেরেরা কে চূড়ান্ত করেছে ইস্টবেঙ্গল। তবে বাকি দুই বিদেশি হিসেবে কারা দলে যোগ দেন, এখন সেটাই দেখার।