Jalpaiguri: চা বাগানে দুর্নীতি-কাটমানির অভিযোগে তৃণমূলে প্রবল গোষ্ঠিদ্বন্দ্ব

চা বাগানে জলপ্রকল্পের কাজ নিয়ে তৃণমূলের শ্রমিক সংগঠনের গোষ্ঠী কোন্দল। জলপাইগুড়ির (Jalpaiguri) মেটেলি ব্লকের ইনডং চা বাগানের এই ঘটনা। জানা গিয়েছে, ইনডং চা বাগানে পিএইচইর জলপ্রকল্পের কাজ হচ্ছে। সেই কাজ নিয়েই গোষ্ঠিবাজি চরমে।

Trinamool Tussle in Jalpaiguri: Corruption Allegations Rock Tea Plantations

চা বাগানে জলপ্রকল্পের কাজ নিয়ে তৃণমূলের শ্রমিক সংগঠনের গোষ্ঠী কোন্দল। জলপাইগুড়ির (Jalpaiguri) মেটেলি ব্লকের ইনডং চা বাগানের এই ঘটনা। জানা গিয়েছে, ইনডং চা বাগানে পিএইচইর জলপ্রকল্পের কাজ হচ্ছে। সেই কাজ নিয়েই গোষ্ঠিবাজি চরমে।

মেটেলি ব্লকের রবিবার ইনডং চা বাগানে তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের এক গোষ্ঠীর তরফে সাংবাদিক বৈঠক করে অপর গোষ্ঠীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করা হয়। যদিও অপর গোষ্ঠি অভিযোগ অস্বীকার করে।

তৃণমূলের চা বাগান শ্রমিক ইউনিয়নের ইনডং বাগান সম্পাদক দীনেশ ওরাওঁ, সহ সম্পাদক সমীর ওরাওঁ সাংবাদিক বৈঠকে বলেন, ‘বাগানে পিএইচইর কাজ হচ্ছে। আর তা নিয়ে তৃণমূলের শ্রমিক সংগঠনের বাগান সভাপতি বীরবল ওরাওঁ, তৃণমূল যুব নেতা সরোজ বড়াইক, পুকার বাসফোর দুর্নীতি করছেন। আমরা কাজের বিষয়ে জানতে গেলে আমাদের ওপর চড়াও হন তাঁরা। এভাবে চলতে থাকলে বাগানে তৃণমূলের সংগঠন দুর্বল হয়ে যাবে। আমরা বিষয়টি লিখিতভাবে দলের ঊর্ধ্বতন মহলে জানাব।’

যদিও যুব নেতা সরোজ বড়াইক যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। রবিবার বীরবল ও পুকারকে পাশে নিয়ে তিনি বলেন, ‘অভিযোগ ভিত্তিহীন। আমরা যেহেতু মানুষের জন্য কাজ করছি তাই ওঁরা সহ্য করতে পারছেন না। পিএইচইর কাজ বাগানে সঠিকভাবেই হচ্ছে। আমরাও বিষয়টি দলের ঊর্ধ্বতন নেতৃত্বকে জানিয়েছি।’