Kerala Blasters: দুবাইতে প্রাক-মরশুম অনুশীলনে কেরালা ব্লাস্টার্স

নতুন আইএসএল মরশুমের কথা মাথায় রেখে গত সুপার কাপের পর থেকেই দল গঠনের কাজে নেমে পড়েছিল প্রত্যেকটি ফুটবল ক্লাব। বাদ যায়নি শচীনের কেরালা (Kerala Blasters) দল।

Kerala Blasters Gear Up

নতুন আইএসএল মরশুমের কথা মাথায় রেখে গত সুপার কাপের পর থেকেই দল গঠনের কাজে নেমে পড়েছিল প্রত্যেকটি ফুটবল ক্লাব। বাদ যায়নি শচীনের কেরালা (Kerala Blasters) দল। একেবারে শুরুতে দল বদলের বাজারে সকলকে চমকে দিয়ে প্রথমেই বেঙ্গালুরু এফসি দলের অন্যতম তারকা ফুটবলার প্রবীর দাসকে দলে টেনে নেয় দক্ষিণের এই ফুটবল ক্লাব।

শেষ আইএসএল মরশুমে তাদের প্রতিপক্ষ দল তথা বেঙ্গালুরুর হয়ে খেললেও এই নতুন মরশুমে কেরালার জার্সিতে খেলবেন তিনি। কিছুটা সময় পর এটিকে মোহনবাগান দলের অধিনায়ক প্রীতম কোটালকে ও সোয়াপ ডিলের মাধ্যমে দলে টেনে নেয় কেরালা ব্লাস্টার্স। যদিও সেক্ষেত্রে সাহাল আবদুল সামাদকে ছাড়তে হয় গতবারের এই আইএসএল জয়ী দলে। কিন্তু সেখানেই শেষ নয়, গত কয়েকদিন আগেই জামশেদপুর এফসি থেকে ইশান পন্ডিতাকে ছিনিয়ে নিয়েছে ইভান ভুকোমানোভিচের কেরালা ব্লাস্টার্স।

সেইসাথে বিদেশি নির্বাচনের ক্ষেত্রে ও যথেষ্ট চমক দিচ্ছে কেরল ম্যানেজমেন্ট। গত কয়েকদিন আগেই মিলোসকে দলের সাথে যুক্ত করে আইএসএলের এই দাপুটে দল। সময়ের সাথে সাথে দীর্ঘ হয়েছে সেই তালিকা। যার মধ্যে কয়েকদিন আগেই আসেন ব্রুস কামাউ। আইভরি কোস্টে যথেষ্ট সফল থেকেছেন তিনি। এসবের মাঝেই এবার ফের দেশিয় প্রতিভাবান ফুটবলারের দিকে নজর পড়ে কেরালা ব্লাস্টার্সের। তবে এবারের এই ডুরান্ড কাপে খুব একটা ভালো পারফরম্যান্স না থাকলেও আগত হিরো আইএসএলে ভালো পারফরম্যান্স করতে মরিয়া আদ্রিয়ান লুনাদের এই ফুটবল দল।

সেইমতো এবার দলের সমস্ত খেলোয়াড়দের নিয়ে দুবাই পাড়ি দিচ্ছে কেরালা ব্লাস্টার্স। কয়েক ঘন্টা আগেই নেটমাধ্যমে ভাইরাল হয়েছে সেই সম্পর্কিত বেশকিছু ছবি। যেখানে দেখা গিয়েছে ভারতীয় দলের তারকা ডিফেন্ডার প্রীতম কোটালকে। এছাড়াও দেখা গিয়েছে আরেক বঙ্গ তারকা প্রবীর দাসকে।