Asian Cup: লড়াই শুরু করার আগে বিশেষ অনুশীলন ভারতীয় ফুটবল দলের

এবারের এশিয়ান কাপের (Asian Cup) কথা মাথায় রেখে প্রথম দেশ হিসেবে কাতারে গিয়ে পৌঁছেছে ভারতীয় ফুটবল দল (Indian Football Team)।  তবে লড়াইটা যে খুব একটা…

Indian Football Team Asian Cup

এবারের এশিয়ান কাপের (Asian Cup) কথা মাথায় রেখে প্রথম দেশ হিসেবে কাতারে গিয়ে পৌঁছেছে ভারতীয় ফুটবল দল (Indian Football Team)।  তবে লড়াইটা যে খুব একটা সহজ হবে না তা ভাল মতই আন্দাজ করতে পারছেন সকলের। তাই এবার বিশেষ পরিকল্পনা নিয়ে গোটা দলকে অনুশীলন করাতে চাইছেন দলের কোচ ইগর স্টিমাচ।

তবে তার আগে এই পরিবেশকে অনুকূল করে নিতে চাইছেন প্রীতম- গুরপ্রীতরা। তাহলে পরবর্তীতে ম্যাচই করার ক্ষেত্রে কিংবা চ্যাম্পিয়নশিপের লড়াইয়ের টিকে থাকার ক্ষেত্রে যথেষ্ট অ্যাডভান্টেজ পাবে ভারতীয় ফুটবল দল। সেজন্য জিমে শরীর চর্চা থেকে শুরু করে মাঠের যাবতীয় প্র্যাকটিক্যাল অনুশীলন প্রায় সবই করতে দেখা গেল জাতীয় দলের ফুটবলারদের। বলতে গেলে দোহা এসে একেবারে অনুশীলনে মগ্ন ভারতীয় ফুটবল দল।

নিজেদের প্রাথমিক অনুশীলন পর্ব শেষ করার পর কোচ ইগর স্টিমাচের নেতৃত্বে বিভিন্ন পদ্ধতির অনুশীলনে শুরু করবে ভারতীয় দলের ফুটবলাররা। উল্লেখ্য, গত এশিয়ান গেমস থেকে শুরু করে পরবর্তীতে মারডেকা কাপ হোক কিংবা কিংস কাপ। একের পর এক জায়গায় শুধু হতাশা আর হতাশা। এবার ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ ভারতীয় ফুটবল দলের। আর মাত্র কয়েকটা দিন । তারপরেই এশিয়ার সেরা হওয়ার লড়াইয়ে নামবে ব্লু টাইগার্সরা। এখন সেদিকেই তাকিয়ে সকলে।

তবে সাম্প্রতিক কালে ভারতীয় দলের সিংহভাগ ফুটবলারদের পারফরমেন্স নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। আসলে খুব একটা পুরনো পারফরমেন্স নেই কারোরই এই পরিস্থিতিতে জাতীয় দলে আদৌ কতটা সাফল্য পাবেন তারা সেই নিয়েই একাধিক দ্বন্দ্ব দেখা দিয়েছিল বিশেষজ্ঞদের মধ্যে।

তবে এবার ঘুরে দাঁড়ানোর লড়াই। সম্মানের লড়াই। বলতে গেলে আর কয়েকদিন পরই এশিয়ান কাপের প্রেস্টিজ ফাইটে নামছে ভারতীয় ফুটবল দল। গত কয়েকটি আন্তর্জাতিক টুর্নামেন্টে খুব একটা সুবিধে না হলেও এবার এই টুর্নামেন্টের দিকেই তাকিয়ে রয়েছে দেশের আপামর ফুটবলপ্রেমী মানুষ।