Kerala Blasters FC: নাইজেরিয়ান ফুটবলারকে ঘরে ফেরানোর কথা ভাবছে কেরালা

গতবছর খুব একটা ভালো পারফরম্যান্স না থাকলেও চলতি বছরে অনবদ্য ছন্দে রয়েছে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters FC)। বর্তমানে অনবদ্য ছন্দে রয়েছে এই ফুটবল ক্লাব। সবাইকে…

Emmanuel Justine

গতবছর খুব একটা ভালো পারফরম্যান্স না থাকলেও চলতি বছরে অনবদ্য ছন্দে রয়েছে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters FC)। বর্তমানে অনবদ্য ছন্দে রয়েছে এই ফুটবল ক্লাব। সবাইকে পিছনে ফেলে ১২ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে আইএসএলের পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে রয়েছে দক্ষিণ ভারতের এই ফুটবল মরশুমে ইন্ডিয়ান সুপার লিগের কোয়ার্টার ফাইনালে উঠলেও পরাজিত হতে হয়েছিল আইএসএল জয়ী ফুটবল দল বেঙ্গালুরু এফসির বিপক্ষে। প্রথমদিকে সমস্ত কিছু ঠিকঠাক থাকলেও পরবর্তীতে সুনীল ছেত্রীর বিতর্কিত গোলে বদলে যায় সমস্ত কিছু। তার প্রতিবাদেই মাঠ থেকে খেলোয়াড়দের তুলে নিয়েছিলেন কেরল দলের কোচ ইভান ভুকমানোভিচ। শেষ পর্যন্ত বেঙ্গালুরু এফসিকে বিজয়ী ঘোষণা করা হয়।

আরও পড়ুন: Sayan Banerjee: চাকরি ছেড়ে ফুটবলকে বেছে নিয়েছেন ইস্টবেঙ্গলের সায়ন

   

পরবর্তী সময় সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে অভিযোগ জানিয়ে ও খুব একটা সুবিধা করতে পারেনি কেরালা ব্লাস্টার্স। বরং শাস্তি পেতে হয় তাদের। সেই বিরাট অঙ্কের ক্ষতিপূরণ দিতে গিয়ে দল থেকে একাধিক ফুটবলারদের ছেড়ে দিতে হয়েছিল তাদের। যার দরুন অনেকেই মনে করেছিল এবছর হয়ত অনেকটাই শক্তি হারাবে এই ফুটবল দল। কিন্তু সকলের ভাবনাকে ভুল প্রমান করে এবছর কার্যত দাপিয়ে খেলছে দক্ষিণের এই ফুটবল ক্লাব। এবছর লিগশিল্ড জিতে পরবর্তীতে আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলাই অন্যতম লক্ষ্য তাদের।

সেই মর্মেই এবার নিজেদের শক্তি বাড়াতে নিজেদের পুরোনো সৈনিককে দলে ফেরাচ্ছে কেরালা ব্লাস্টার্স। তিনি জাস্টিন ইমানুয়েল। কিছু সময় আগেই এই নাইজেরিয়ান তারকাকে লোনে গোকুলাম কেরালায় সেটা পাঠিয়েছিল কেরালা ব্লাস্টার্স। তবে এবার তাকে ফেরত আনা সিদ্ধান্ত নিয়েছে ম্যানেজমেন্ট। তার উপস্থিতিতে দক্ষিণের ফুটবল দল যে আরো শক্তিশালী হয়ে উঠবে তা কিন্তু বলাই চলে।