Ranji Trophy: ১৪৭ বলে ট্রিপল সেঞ্চুরি করে সাড়া ফেললেন তন্ময়

হায়দরাবাদ ও অরুণাচল প্রদেশের মধ্যে রঞ্জি ট্রফির ( Ranji Trophy) ম্যাচ চলছে। ক্রিকেটপ্রেমীর নজর কাড়ছে এই ম্যাচ। এই ম্যাচে একদিনে হায়দরাবাদের ব্যাটসম্যানরা করেছেন ৪৮ ওভারে…

Tanmay Agarwal

হায়দরাবাদ ও অরুণাচল প্রদেশের মধ্যে রঞ্জি ট্রফির ( Ranji Trophy) ম্যাচ চলছে। ক্রিকেটপ্রেমীর নজর কাড়ছে এই ম্যাচ। এই ম্যাচে একদিনে হায়দরাবাদের ব্যাটসম্যানরা করেছেন ৪৮ ওভারে ৫২৯ রান।

একদিনে এই ম্যাচে ৭০০-র বেশি রান হয়েছে। দুই দলের ব্যাটসম্যানরা মিলে একই দিনে করেছেন ৭০১ রান। যার পেছনে সবচেয়ে বড় অবদান হায়দরাবাদের ব্যাটসম্যানদের। এই ম্যাচে হায়দরাবাদের ব্যাটসম্যান তন্ময় আগরওয়াল তার দুর্দান্ত ব্যাটিং দিয়ে ক্রিকেট ভক্তদের মন জয় করেছেন।
হায়দরাবাদের হয়ে ব্যাট করতে নেমে মাত্র ১৪৭ বলে ট্রিপল সেঞ্চুরি হাঁকান তন্ময় আগারওয়াল। বর্তমানে তন্ময় আগারওয়াল ১৬০ বলে ৩২৩ রানে অপরাজিত আছেন। ৩২৩ রানের ইনিংসে এখনও পর্যন্ত ২১টি ছক্কা ও ৩৩টি চার মেরেছেন তন্ময় আগারওয়াল।

এর ফলে প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম ট্রিপল সেঞ্চুরি করা ব্যাটসম্যানও হয়েছেন তন্ময়। ১১৯ বলে দ্রুততম ডাবল সেঞ্চুরি করেন তন্ময়। যা পরে দ্রুততম ট্রিপল সেঞ্চুরিতে রূপান্তরিত করেন। ম্যাচ চলাকালীন তার ব্যাটিং দেখে মনেই হয়নি যে তিনি রঞ্জি ম্যাচ খেলছেন। ম্যাচে তন্ময় টি-টোয়েন্টি ক্রিকেটের চেয়েও ভয়ঙ্কর ব্যাটিং করেছেন। যার সুবাদে একদিনে ৫০০-র বেশি রান তুলেছে হায়দরাবাদ।

প্রথম দিন ব্যাট করতে নেমে এক উইকেট হারিয়ে ৫২৯ রান সংগ্রহ করে হায়দরাবাদ। মাত্র ৪৮ ওভারেই এই ৫২৯ রান তোলে দল। হায়দরাবাদের একমাত্র উইকেট হারান রাহুল সিং। রাহুল সিংও এই ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন। রাহুল এই ম্যাচে দুর্দান্ত ১০৫ বলে ১৮৫ রান করেছেন। তার ইনিংসে ২৬টি চার ও ৩টি ছক্কা মারেন। এর আগে হায়দরাবাদ দুর্দান্ত বোলিং করে অরুণাচল প্রদেশকে মাত্র ১৭২ রানে অলআউট করে দেয়। হায়দরাবাদের হয়ে বোলিং করার সময় মিলিন্দ ও কার্তিকেয় ৩ টি করে উইকেট নেন।