Juan Ferrando: সবুজ-মেরুন জনতাকে জবাব দিতে গিয়ে বিতর্কে জড়ালেন ফেরান্দো

ভারতীয় ফুটবল ক্যালেন্ডারে ২০২২-২৩ মরসুমে ATK মোহনবাগান (Mohun Bagan) দলকে শুরুর সময়ে ডুরান্ড কাপ এবং AFC ইন্টারজোনাল সেমিফাইনাল ম্যাচে হেরে যেতে হয়েছে। সবুজ মেরুন জনতা…

atk mohun bagan coach Juan Ferrando

ভারতীয় ফুটবল ক্যালেন্ডারে ২০২২-২৩ মরসুমে ATK মোহনবাগান (Mohun Bagan) দলকে শুরুর সময়ে ডুরান্ড কাপ এবং AFC ইন্টারজোনাল সেমিফাইনাল ম্যাচে হেরে যেতে হয়েছে। সবুজ মেরুন জনতা মরসুমের শুরুতেই এই ব্যর্থতা কোনভাবেই মেনে নিতে পারেনি। ব্যর্থতার যন্ত্রণায় এবং প্রিয় দলের ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা থেকেই ‘কোচ হুয়ান ফেরান্দো (Juan Ferrando) হঠাও’ দাবি ওঠে।

‘টেকনিক্যাল সিদ্ধান্ত’ এমন যুক্তি খাঁড়া করার চেষ্টা করলেও হুয়ান ফেরান্দো সমস্ত সমালোচনায় দাড়ি টানতে পারেননি। সমালোচনার তিরে বিদ্ধ হুয়ান ফেরান্দো কিন্তু শেষমেশ গত রবিবার,কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে বড় জয়ে কিছুটা হলেও অক্সিজেন পেয়েছেন। কিন্তু এই অক্সিজেন যথেষ্ট নয়।

   

২-৫ গোলের বড় ব্যবধানে জয় কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে, ATK মোহনবাগানের। জয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুয়ান ফেরান্দোর বিস্ফোরণ। না শুধু বিস্ফোরণই নয় পাল্টা সমালোচনা ভারতীয় ফুটবল সমর্থকদের নিয়ে। বলা ভালো সরাসরি সবুজ মেরুন জনতাকে টার্গেট করে আক্রমণ ATK মোহনবাগান হেডকোচ হুয়ান ফেরান্দোর। কি এমন বললেন হুয়ান ফেরান্দো? যা বললেন তা নিয়ে বিতর্ক তৈরি হওয়াটাই স্বাভাবিক।খেলা শেষে প্রেস মিটে এসে কোন রাখঢাক গুড়গুড় নয়, অত্যন্ত চোখা চোখা ভাষাতে সবুজ মেরুন হেডকোচ হুয়ান ফেরান্দোর উবাচ,”

ভারতীয় ফুটবলে অনেক অপ্রয়োজনীয় ব্যাপারকে গুরুত্ব দেওয়া হয়, যেগুলো উচিত নয়।”ফেরান্দোর কথায়, “আমরা এখানে ফুটবলের উন্নতির জন্যই আসি এবং ফুটবল নিয়েই থাকি। কিন্তু এখানে ফুটবলের বাইরের আলোচনা নিয়ে প্রচুর শক্তি ও সময় নষ্ট হয়। এই যে হারলেই খেলোয়াড়, কোচেদের সরানোর দাবি ওঠে, এটা খুবই খারাপ লাগে। সবাই কত ভাল খেলল, সেই আলোচনা করে শক্তি ও সময়কে কাজে লাগানোই তো ভাল। তা হলেই ভারতীয় ফুটবলের উন্নতি হবে। আমি এ ভাবেই ভাবি।”

প্রসঙ্গত, সবুজ মেরুন জনতার হুয়ান ফেরান্দো হঠাও এই দাবির প্রেক্ষিতে ATK মোহনবাগানের বোর্ড মিটিং’এ হুয়ান ফেরান্দোর ইস্যুতে একপ্রস্থ আলোচনা হয়। স্প্যানিশ কোচকে লাইফ লাইন বেধে দেওয়ার পাশাপাশি নতুন করে কোচ খোজার প্রক্রিয়া ইতিমধ্যে শুরুও হয়েছে। এমন আবহে আবেগের ডার্বি ম্যাচ কড়া নাড়ছে,যা হবে ২৯ অক্টোবর। প্রেস্টিজিয়ার্স এই ব্যাটল ফিল্ডে জয়ের ধারাবাহিকতা ধরে রাখাটাই চ্যালেঞ্জ ATK মোহনবাগান হেডকোচ হুয়ান ফেরান্দোর কাছে। মহাডার্বি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এফসি’র বিরুদ্ধে খেলার ফলাফল অনেক সমীকরণ উল্টে দিতে পারে, ধুরন্ধর স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দো এটা ভালোই বোঝেন। আর তাই গত রবিবার প্রেস মিটে এসে হুয়ান ফেরান্দোর ইঙ্গিতপূর্ণ মন্তব্য,”এখানে এসে স্থানীয় দলকে হারানো সত্যিই কঠিন। ফুটবলারদের এটা রপ্ত করতে হবে। এটাই ফুটবলের স্বাভাবিক ছবি।”