Jhulan Goswami: বিশ্ব ক্রিকেটে রেকর্ড ভেঙে সেরার সেরা ঝুলন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ছুঁয়েছিলেন মাইল ফলক। টপকে যাওয়া ছিল সময়ের অপেক্ষা। শনিবার ইতিহাসের পাতায় তুলে নিলেন ঝুলন গোস্বামী (Jhulan Goswami)।  মহিলাদের বিশ্বকাপে (ICC women’s World…

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ছুঁয়েছিলেন মাইল ফলক। টপকে যাওয়া ছিল সময়ের অপেক্ষা। শনিবার ইতিহাসের পাতায় তুলে নিলেন ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। 

মহিলাদের বিশ্বকাপে (ICC women’s World Cup) বাংলার ঝুলন গোস্বামী এখন সবথেকে বেশি উইকেট শিকারি। এ’দিন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (IND vs WI) ম্যাচে উইকেট নেওয়া মাত্র নজির গড়েছেন ‘চাকদা এক্সপ্রেস’। হ্যামিলটনের সিদন পার্কে অনিশা মহাম্মদকে আউট করেছেন ম্যাচের শুরুর দিকে। 

Jhulan Goswami
মহিলাদের বিশ্বকাপে নিজের নাম খোদাই করলেন ঝুলন গোস্বামী।

গত ম্যাচে নিউজিল্যান্ডের (IND vs NZ) বিরুদ্ধে একটি উইকেট নেওয়ার পরেই নজির গড়েছিলেন বাংলার আপন ঝুলন। যুগ্মভাবে আইসিসি-র সর্বোচ্চ টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট প্রাপকের সঙ্গে একই স্থানে চলে এসেছিলেন তিনি। ভারতের ৩৯ বছরের অভিজ্ঞ এই পেস বোলার স্পর্শ করেছিলেন অস্ট্রেলিয়ার লিন ফুলস্টনকে (Lyn Fulltston)। মেয়েদের বিশ্বকাপে এখন ঝুলন ও প্রাক্তন অজি পেসার ফুলস্টনের উইকেট সংখ্যা তখন সমান, ৩৯ টি উইকেট দুজনের নামের পাশে। 

তাঁর করা বলে উইকেট হারিয়েছেন নিউজিল্যান্ডের কেটি মার্টিন (৫১ বলে ৪১)। চলতি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ১০৭ রানে হারিয়ে অভিযান শুরু করেছিল টিম ইন্ডিয়া। সেই রেশ এখনও অব্যাহত।