Mohammedan SC: সাদা কালো শিবিরের সমর্থকদের কাতর আবেদন ডুরান্ড কমিটিকে

১৩১ তম ডুরান্ড কাপে প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে কলকাতার ক্লাব দল মহামেডান স্পোটিং ক্লাব (Mohammedan SCল০। আগামী ২৭ আগস্ট আন্দ্রে চেরনশিভের ছেলেরা মুখোমুখি হবে…

Mohammedan SC

১৩১ তম ডুরান্ড কাপে প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে কলকাতার ক্লাব দল মহামেডান স্পোটিং ক্লাব (Mohammedan SCল০। আগামী ২৭ আগস্ট আন্দ্রে চেরনশিভের ছেলেরা মুখোমুখি হবে ভারতীয় বিমান বাহিনী দলের বিরুদ্ধে।

ডুরান্ডে ব্ল্যাক প্যাহ্নর্সরা অপ্রতিরোধ্য। দুরন্ত গতিতে ছুটে চলেছে। স্বভাবতই, সমর্থকরা আনন্দে আত্মহারা। তবে প্রতিকূল আবহাওয়ার জেরে কপালে চিন্তার ভাঁজ সাদা কালো শিবিরের সমর্থকদের। কেননা ডুরান্ড কমিটি টুর্নামেন্ট শুরুর আগেই সিদ্ধান্ত নিয়েছে জলের বোতল কিংবা ভারী কোনও বস্তু নিয়ে সমর্থকরা স্টেডিয়ামে প্রবেশ করতে পারবে না।

অথচ আগামী দুদিন আকাশের মুখ ভার থাকবে। বৃষ্টির আশঙ্কা রয়েছে। ইন্ডিয়ান এয়ার ফোর্সের বিরুদ্ধে কলকাতার কিশোর ভারতী স্টেডিয়ামে ম্যাচ রয়েছে, দুপুর তিনটে থেকে।বৃষ্টি মাথায় নিয়ে সাদা কালো সমর্থকরা “জান জান মহামেডান” শ্লোগানে মুখর হয়ে প্রিয় দলের খেলা দেখতে আসবে। তাই বৃষ্টির কথা চিন্তা করে সমর্থকরা চাইছে ডুরান্ড কাপ কর্তৃপক্ষ অন্তত ছাতা (বর্ষাতি) নিয়ে স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দিক।যদিও ডুরান্ড কাপ কমিটি এই নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত জানায় নি।

টিমগেম নির্ভর ফুটবল মহামেডান স্পোটিং ক্লাবের বড় সম্পদ, ম্যাচে প্রতিপক্ষের বিরুদ্ধে। প্রথম ম্যাচে পিছিয়ে থেকেও ৩-১ গোলে জয় ছিনিয়ে নেয় মহামেডান এফসি গোয়ার বিরুদ্ধে। আর দ্বিতীয় ম্যাচে জামশেদপুর এফসির বিরুদ্ধে ৩-০ গোল।মার্কাস জোসেফ, ফজলু, অভিষেক হালদার,শেখ ফৈয়াজ,প্রীতমদের চোখ ধাঁধানো পারফরমেন্সে সবুজ গালিচা জুড়ে শুধুই সাদা কালো ঝড়। এমন দুরন্ত ছন্দে থাকা দলের সমর্থনে সমর্থকরা গলা ফাটাতে উদগ্রীব। ডুরান্ড কমিটি যদি স্টেডিয়ামে ছাতা প্রবেশের অনুমতি দেয়, তাহলে সাদা কালো শিবিরের সমর্থকদের কাছে হয়ে উঠবে বুস্টার ডোজ।