ঋদ্ধিমান সাহার শহর শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ (Richa Ghosh)। ইতিমধ্যেই ভারতের মহিলা দলে উইকেট রক্ষক হিসেবে নিজের প্রতিভা তুলে ধরেছেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে চারটি ক্যাচ এবং দুরন্ত একটি স্টাম্প আউট করে খবরের শিরোনামে রয়েছেন তিনি। অল্প সময়েই নিজের প্রতিভার জেরে সকলের নজর করেছেন তিনি।
খেলা রিচার রক্তে। মাত্র চার বছর বয়সে ক্রিকেটের সঙ্গে পরিচয় রিচার।পাড়ায় বন্ধুদের সঙ্গে মাঠে ক্রিকেট খেলত রিচা। খেলার প্রতি মেয়ের আগ্রহ দেখে বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাবে প্রশিক্ষণ দিতে নিয়ে যান বাবা মানবেন্দ্র ঘোষ। পেশায় ব্যবসায়ী তিনি। মানবেন্দ্র নিজেও ক্লাব পর্যায়ে ক্রিকেট খেলতেন। তাই মেয়ের খেলার প্রতি প্রথম থেকেই যত্ন নিয়েছেন তিনি।
শুধু উইকেটরক্ষক হিসেবে নয়, রিচার ব্যাটিংয়ের ওপর অনেকটা নির্ভর করে দল। ছয় নম্বরে তিনি কিছু গুরুত্বপূর্ণ রান করার ক্ষমতা রাখেন। যদিও তার বাবা মনে করেন এখনও অনেক উন্নতি প্রয়োজন রিচার। বিশেষ করে ব্যাট হাতে রিচা পাকিস্তানের বিরুদ্ধে এক রান করে প্লেড অন হয়ে যান। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ও ব্যর্থ। রান করতে পারেননি। কিন্তু তার ব্যাটিং ক্ষমতা নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে দেখা গিয়েছিল। মানবেন্দ্র বাবু আশাবাদী পরের ম্যাচে সুযোগ পেলে নিজের ভুল শুধরে নিতে পারবে রিচা।