আসন্ন সিজনের কথা মাথায় রেখে বহু আগে থেকেই দল গঠনের কাজে নেমেছিল ইমামি ইস্টবেঙ্গল। বিদেশি ফুটবলারদের পাশাপাশি জাতীয় দলের একাধিক তারকার দিকে নজর ছিল লাল-হলুদ কর্তাদের। বর্তমানে অধিকাংশের নাম ঘোষণা করা হয়েছে ক্লাবের তরফে। কিন্তু সেখানেই শেষ নয়। থাকছে আরো চমক। গত কয়েক সপ্তাহ ধরেই বারংবার উঠে এসেছে জিকসন সিংয়ের (Jeakson Singh Thounaojam) কথা।
শেষ মরসুমে কেরালা ব্লাস্টার্সের জার্সিতে খেলতে দেখা গিয়েছিল ভারতীয় তারকাকে। আইএসএলের পাশাপাশি জাতীয় দলের জার্সিতে যথেষ্ট নজর কেড়েছেন এই মিডফিল্ডার। স্বাভাবিকভাবেই তাঁকে দলে নেওয়ার জন্য আসরে নামে কলকাতা ময়দানের দুই প্রধান। এখনো পর্যন্ত যা খবর, জিকসনকে সই করানোর ক্ষেত্রে অনেকটাই এগিয়ে লাল-হলুদ শিবির।
সব ঠিকঠাক থাকলে আগামী চারটি মরসুমের জন্য ইস্টবেঙ্গলে যোগ দিতে পারেন বছর তেইশের এই ফুটবলার। কিন্তু এসবের মাঝেই উঠে আসল নয়া তথ্য। জানা গিয়েছে এখনো পর্যন্ত থাইল্যান্ডে রয়েছেন জিকসন। বলাবাহুল্য, চলতি মাসের প্রথমেই মিকেল স্ট্যাহরের তত্ত্বাবধানে থাইল্যান্ডে প্রাক মরসুম প্রস্তুতি সারছে কেরালা ব্লাস্টার্স।
যেখানে প্রথম থেকেই যুক্ত থেকেছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। কিন্তু গত কয়েকদিনে দলের অনুশীলনে দেখা যায়নি তাঁকে। মনে করা হচ্ছিল অন্য দলে যোগদান করার জন্যই হয়তো শিবির ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। কিন্তু এখনো পর্যন্ত জিকসনের থাইল্যান্ডে থেকে যাওয়ায়, উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন।