India vs England : পঞ্চম টেস্ট ম্যাচে ফিরতে পারেন ভারতের ভয়ঙ্কর এই ক্রিকেটার

India vs England

ভারত ও ইংল্যান্ডের (India vs England) মধ্যে টেস্ট সিরিজ এখন শেষ ধাপে এসে পৌঁছেছে। সিরিজের ৫ টি ম্যাচের মধ্যে ৪ টি ম্যাচ ইতিমধ্যে খেলা হয়েছে। এবার শেষ টেস্টের পালা, ধর্মশালায় খেলা হবে। তবে মাঝখানে অনেক গ্যাপ থাকায় খেলোয়াড়রা বিশ্রামে নেওয়ার সুযোগ পেয়েছেন। ধর্মশালা টেস্টে টিম ইন্ডিয়ার হয়ে খেলতে পারেন দেশের অন্যতম ভয়ঙ্কর ক্রিকেটার।

ইংল্যান্ডের বিরুদ্ধে উল্লেখযোগ্য বোলিং করছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। প্রথম টেস্ট থেকে তৃতীয় টেস্ট পর্যন্ত একটানা খেলতে দেখা গিয়েছিল তাঁকে। সব মিলিয়ে উইকেট তুলে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের অনেক সমস্যায় ফেলেছেন তিনি। এরপর চতুর্থ টেস্টে বিশ্রাম দেওয়া হয় বুমরাহকে। আগে মনে করা হয়েছিল ভারতীয় দল সিরিজ জিতলে শেষ ম্যাচেও বিশ্রাম দেওয়া যেতে পারে বুমরাহকে। ভারত সিরিজ দখল করলেও এখন শোনা যাচ্ছে, পরের ম্যাচে খেলতে দেখা যেতে পারে জসপ্রীত বুমরাহকে।

   

সিরিজের প্রথম ম্যাচের দুই ইনিংসে বুমরাহ নিয়েছিলেন যথাক্রমে ২ ও ৪ টি করে উইকেট। এরপর দ্বিতীয় ম্যাচে নেমে নেন ৬ ও ৩ টি করে উইকেট। ভারত ম্যাচ জিতে সিরিজে সমতা নিয়ে আসে। এরপর তৃতীয় টেস্টের দুই ইনিংসে একটি করে উইকেট নেন তিনি। চতুর্থ টেস্টে আকাশ দীপের স্থলাভিষিক্ত হন।

এখন প্রশ্ন হল বুমরাহ ফিরলে কোন বোলারকে বাদ দেওয়া যেতে পারে? মহম্মদ সিরাজও এখনও পর্যন্ত খেলা চারটি ম্যাচের মধ্যে তিনটিই খেলেছেন। বুমরাহ কেবল বিশাখাপত্তনম টেস্ট থেকে বাদ পড়েছিলেন। আগামী সময়ে আইপিএল ২২ মার্চ থেকে শুরু হবে, তাই সিরাজকে একটি ম্যাচের জন্য বিশ্রাম দেওয়া হতে পারে বলে একাংশের অনুমান। আকাশ দীপকে বুমরাহর সাথে বোলিং করতে দেখলে অনেকেই হয়তো বিস্মিত হবেন না। দ্বিতীয় ইনিংসে বোলিংয়ের সুযোগ না পেলেও প্রথম ইনিংসে এক ম্যাচ খেলে ৩ উইকেট নিয়েছেন আকাশদীপ। তবে আগামী সময়ে ভারতীয় টিম ম্যানেজমেন্ট কী সিদ্ধান্ত নেয়, সেটাই দেখার।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন