এবার CBI-এর র‍্যাডারে অখিলেশ যাদব, ২৯ ফেব্রুয়ারি হাজিরার নির্দেশ

লোকসভা ভোটের আগে কেন্দ্র বিরোধী দলগুলির আশঙ্কাই সত্যি হল। এবার সিবিআই (CBI)-এর র‍্যাডারে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব (Akhilesh Yadav)। সিবিআই সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ…

লোকসভা ভোটের আগে কেন্দ্র বিরোধী দলগুলির আশঙ্কাই সত্যি হল। এবার সিবিআই (CBI)-এর র‍্যাডারে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব (Akhilesh Yadav)। সিবিআই সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে নোটিশ পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে।

জানা গিয়েছে, আগামী ২৯ ফেব্রুয়ারি অখিলেশ যাদবকে সাক্ষী হিসেবে হাজিরা দিতে বলা হয়েছে। পুরো মামলাটি এসপি আমলে মুখ্যমন্ত্রী থাকাকালীন অবৈধ খনন সম্পর্কিত। সূত্রের খবর, ১৫০ সিআরপিসিতে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে তাঁকে। এদিকে সিবিআই ও ইডিকে নিয়ে বিজেপি সরকারকে আক্রমণ করছেন অখিলেশ যাদব। সপা প্রধানের অভিযোগ, ভোটের সময় সিবিআই ও ইডিকে রাজনৈতিক নেতাদের পিছনে লেলিয়ে দেয় সরকার। এই পরিস্থিতিতে এখন সিবিআইয়ের তলব নিয়েও উত্তরপ্রদেশের রাজনীতি উত্তপ্ত হতে চলেছে। সমাজবাদী পার্টি এখন অখিলেশ যাদবকে তলব নিয়ে আক্রমণাত্মক অবস্থান নিতে পারে।

সূত্রের খবর, বৃহস্পতিবার সিবিআইয়ের তলব নিয়ে হাজিরা দেবেন না অখিলেশ যাদব। বস্তুত, ২০১২-১৩ সালে অখিলেশ যাদব মুখ্যমন্ত্রী থাকাকালীন খনি দফতর তাঁর দায়িত্বে ছিল। সেই সময় বেআইনি খনন নিয়ে গুরুতর অভিযোগ উঠেছিল। ২০১৬ সালে হাইকোর্টের নির্দেশের পর মামলার তদন্তে উঠে আসে প্রাক্তন মন্ত্রী গায়ত্রী প্রজাপতির নাম। শুধু তাই নয়, অখিলেশ যাদব সরকারের বহু জেলার জেলাশাসক বি চন্দ্রকলাকেও অভিযুক্ত করা হয় এবং তাঁর বিরুদ্ধে তল্লাশিও চালানো হয়।

এসপি সরকারের সময় ২০১২ থেকে ২০১৬ সালের মধ্যে হামিরপুরে অবৈধ খনির বিষয়টি প্রকাশ্যে এসেছিল। এই মামলায় সিবিআইয়ের পর এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) আর্থিক তছরুপ আইন-সহ আরও বেশ কয়েকটি মামলায় এফআইআর দায়ের করেছে। সিবিআইয়ের দায়ের করা এফআইআরে নাম রয়েছে তৎকালীন জেলাশাসক বি চন্দ্রকলা-সহ ১১ জনের। এরপর আইএএস অফিসার বি চন্দ্রকলার বাড়িতেও তল্লাশি চালায় সিবিআই। আইএএস বি চন্দ্রকলা এবং প্রাক্তন এসপি এমএলসি রমেশ চন্দ্র মিশ্র সহ ১১ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।