‘নিষিদ্ধ’ কাজ করে বিপাকে ইংরেজ ক্রিকেটার

শাস্তি পেয়েছেন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান জেসন রয় (Jason Roy)। তবে ঠিক কী কারণে শাস্তি সেটা স্পষ্ট করে বলা হয়নি। শাস্তির বিবরণ দিয়ে এটুকু বোঝানো হয়েছে…

শাস্তি পেয়েছেন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান জেসন রয় (Jason Roy)। তবে ঠিক কী কারণে শাস্তি সেটা স্পষ্ট করে বলা হয়নি। শাস্তির বিবরণ দিয়ে এটুকু বোঝানো হয়েছে যে জেসন এমন কিছু করেছেন যা পেশাদার ক্রিকেট দুনিয়ায় নিষিদ্ধের তালিকায় পড়ে।

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) দুই ম্যাচের জন্য সাসপেন্ড করেছে জেসন রয়কে। সঙ্গে ২ হাজার ৫০০ পাউন্ড জরিমানাও ধার্য করা হয়েছে।৩১ মার্চের মধ্যে জরিমানার অর্থ দিতে হবে তাঁকে। ক্রিকেট ডিসিপ্লিন কমিশন-এর একটি ডিসিপ্লিনারি প্যানেল এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে ইসিবির পক্ষ থেকে। তবে তিনি ঠিক কী করেছেন, কবে করেছেন ইত্যাদি বিষয়ে কিছু জানানো হয়নি।

Jason Roy
ছোট্ট মেয়ের সঙ্গে জেসন রয়।

সম্প্রতি ক্রিকেট থেকে নিজেকে কিছুটা সরিয়ে রেখেছেন রয়। পরিবারের সঙ্গে সময় কাটাতে পছন্দ করছেন তিনি। ঘুরতে গিয়েছেন মালদ্বীপে। 

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রয়ের খেলার কথা ছিল। গুজরাট টাইটানসের হয়ে খেলা চূড়ান্ত হওয়ার পর পিছিয়ে আসেন তিনি। পরিবারের সঙ্গে আরও সময় কাটাতে চান বলে উপেক্ষা করেছেন ২ কোটি টাকার চুক্তি । 

কাউন্টি ক্রিকেট থেকেও আপাতত বিশ্রাম নিচ্ছেন ইংল্যান্ডের এই ওপেনার। কাউন্টি ক্রিকেট টিম সারের তরফে জানানো হয়েছে, খেলার মাঠ থেকে আপাতত ছুটি নিয়েছেন জেসন রয়। তবে ছুটির মেয়াদ নিয়েও স্পষ্ট করে কিছু বলা হয়নি। ইংল্যান্ডের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন ৩০ জানুয়ারি, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটি টি-২০ ম্যাচে।