চেন্নাইয়িনের দাপুটে তারকাকে এবার সই করাল আইলিগের ক্লাব

গত আইলিগে অনবদ্য লড়াই দিয়ে ও শেষ রক্ষা হয়নি। হাতের সামনে থেকেই ট্রফি চলে গিয়েছিল অন্যদলের হাতে। তবে এবারের এই নতুন আইলিগ মরশুমের কথা মাথায় রেখে কোমরবেঁধে দল গঠনের কাজে নেমে পড়েছে শ্রীনিধি ডেকান ফুটবল ক্লাব (Sreenidi Deccan FC)।

Mohammad Sajid Dhot

গত আইলিগে অনবদ্য লড়াই দিয়ে ও শেষ রক্ষা হয়নি। হাতের সামনে থেকেই ট্রফি চলে গিয়েছিল অন্যদলের হাতে। তবে এবারের এই নতুন আইলিগ মরশুমের কথা মাথায় রেখে কোমরবেঁধে দল গঠনের কাজে নেমে পড়েছে শ্রীনিধি ডেকান ফুটবল ক্লাব (Sreenidi Deccan FC)। দলবদলের বাজারে যখন এক নাগাড়ে চমকের পর চমক দিয়ে যাচ্ছে মহামেডান স্পোর্টিং ক্লাব।

ঠিক সেই সময়েই নিজেদের টার্গেটে থাকা ফুটবলারদের সঙ্গে নীরবে কথাবার্তা এগিয়ে নিতে শুরু করেছিল এই নয়া ক্লাব। সেই সময় বাকি দলগুলোর থেকে কিছুটা পিছিয়ে থাকলেও বর্তমানে একের পর এক দেশি ও বিদেশি ফুটবলারদের চূড়ান্ত করে চলেছে শ্রীনিধি। এবার সেই তালিকায় উঠে আসল হিরো ইন্ডিয়ান সুপার লিগ খেলা এক দাপুটে ফুটবলারের নাম।

তিনি মহম্মদ সাজিদ ধোতে। গত ফুটবল মরশুমে চেন্নাইয়িন এফসির হয়ে খেলেছিলেন এই ভারতীয় তারকা। যথেষ্ট নজরেও এসেছিলেন এই পাঞ্জাবের এই ডিফেন্ডার। একটা সময় শিবাজিয়ান্সের হয়ে খেললেও পরবর্তীতে ওডিশা এফসির হয়ে প্রথমবারের মতো হিরো ইন্ডিয়ান সুপার লিগ খেলতে আসেন এই তারকা। সেখানে কয়েকটি মরশুম খেলার পর যোগদান করেন চেন্নাইয়িন এফসির ফুটবল দলে। সেখান থেকেই এবার আই লিগের অন্যতম শক্তিশালী দল শ্রীনিধি ডেকানের সঙ্গে যুক্ত হতে চলেছেন এই দাপুটে ডিফেন্ডার। যতদূর জানা গিয়েছে, আগামী দুইটি ফুটবল মরশুমের জন্য এই তারকার সঙ্গে চুক্তি করতে চলেছেন আইলিগের এই ফুটবল ক্লাব। যা নিঃসন্দেহে বড়সড় একটা চমক।

তবে শুধু খেলোয়াড় আনাই নয়। নিজেদের পুরোনো ফুটবলারদের ধরে রাখার ক্ষেত্রে ও যথেষ্ট সক্রিয়তা থেকেছে এই ক্লাবের। একটা সময় এই দলের তারকা ফুটবলার রোসেনবার্গ গ্যাব্রিয়েলকে দলে টানতে যথেষ্ট আগ্ৰহ দেখিয়েছিল কলকাতার অন্যতম প্রধান ক্লাব ইমামি ইস্টবেঙ্গল। এছাড়াও তাকে পেতে আসরে নেমেছিল কেরালা ও ওডিশার মতো দল। তবে শেষ পর্যন্ত নিজের পুরোনো দলকেই বেছে নেন এই তারকা।