Rampurhat Massacre: গণহত্যাকাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা কলকাতা হাইকোর্ট

রামপুরহাট হত্যাকাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করল কলকাতা হাইকোর্ট। ঘটনার বিষয়ে প্রধান বিচারপতি জানান, রামপুরহাট এর ঘটনা খুবই দুঃখজনক। এই ধরনের ঘটনা সিরিয়াস ক্রাইম। অবিলম্বে কঠিন…

রামপুরহাট হত্যাকাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করল কলকাতা হাইকোর্ট। ঘটনার বিষয়ে প্রধান বিচারপতি জানান, রামপুরহাট এর ঘটনা খুবই দুঃখজনক। এই ধরনের ঘটনা সিরিয়াস ক্রাইম। অবিলম্বে কঠিন তদন্ত করা উচিত। ১০টি বাড়ি জ্বালিয়ে দেওয়া হল। ঘরবন্দি করে মানুষকে পুড়িয়ে মারা হলো। এই ধরনের ঘটনার পেছনে যারা আছে তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়া দরকার।

অন্যদিকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্র নাথ মুখোপাধ্যায় ও সরকারি কৌঁসুলিকে এজলাসে ডেকে সঠিক তদন্তের কথা বলেছেন প্রধান বিচারপতি। বুধবার দুপুর ২টোয় মামলার শুনানি রয়েছে।

বীরভূমের রামপুরহাটের বকটুই গ্রামের গণহত্যাকাণ্ড নিয়ে উত্তপ্ত গোটা রাজ্য। এহেন ভয়ঙ্কর হত্যালীলার পর থমথমে পরিবেশের সৃষ্টি হয়েছে রামপুরহাটে। খাঁ খাঁ করছে গোটা গ্রাম। ইতিমধ্যে আতঙ্কে গ্রাম ছাড়ছেন একাধিক মানুষ। রামপুরহাটের বকটুই গ্রামে তৃণমূল উপপ্রধান ভাদু শেখ খুনের পরই শিশু, মহিলা-সহ ৮ জনকে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনা ঘটে। ঘটনায় নড়েচড়ে বসেছে গোটা রাজনৈতিক মহল।