Mohun Bagan: সবুজ-মেরুনে কোচিং করাতে চান কাটসুমি! পাবেন সুযোগ?

কলকাতা ময়দানে একটা সময় অন্যতম দাপুটে ফুটবলার হয়ে উঠেছিলেন জাপানি তারকা কাটসুমি ইউসাউ (Katsumi Yusa)। সবুজ-মেরুন (Mohun Bagan) জার্সিতে কলকাতা ডার্বি জয় করার পাশাপাশি একাধিক…

Katsumi Yusa

কলকাতা ময়দানে একটা সময় অন্যতম দাপুটে ফুটবলার হয়ে উঠেছিলেন জাপানি তারকা কাটসুমি ইউসাউ (Katsumi Yusa)। সবুজ-মেরুন (Mohun Bagan) জার্সিতে কলকাতা ডার্বি জয় করার পাশাপাশি একাধিক সাফল্য পেয়েছেন এই তারকা। সেজন্য, খুব অল্প সময়ের মধ্যেই বাগান জনতার মনে স্থান করতে সক্ষম হয়েছিলেন তিনি।

এক কথায় বলতে গেলে প্রতিপক্ষের ফুটবলারদের রাতের ঘুম কেড়ে নেওয়ার পাশাপাশি বিপক্ষ দলের ত্রাস হয়ে উঠতে বেশি সময় লাগেনি এই ফুটবলারের। পরবর্তীতে লাল-হলুদ শিবিরে যোগদান করে ম্যাচ জিতলেও ওয়েনজেসির পর ভারতীয় ফুটবলের অধিকাংশ সময় তার কেটেছে মোহনবাগান জার্সিতে।

পরবর্তী সময়ে নিজের দেশে ফিরে গেলেও কিছুদিন আগেই এসেছিলেন ভারতে। শহরের একটি বাগান ফ্যানবেসের তরফে আয়োজিত একটি প্রদর্শনী ম্যাচে অংশ নিয়েছিলেন এই তারকা। তবে তিনি একানন তার সাথেই মাঠে খেলেন রাম মালি থেকে শুরু করে পঙ্কজ মৌলা ও সৌভিক দাস ও অবিনাশ রুইদাসের মতো ফুটবলাররা।

এরপর ম্যাচ শেষে সমর্থকদের স্লোগান ও সম্বর্ধনা পেয়ে যথেষ্ট খুশি বাগানের এই প্রাক্তন তারকা। কিছুটা সময় বিশ্রাম নিয়ে সন্ধ্যার দিকেই চলে আসেন কলকাতা ময়দানে। বহুদিনের পুরোনো ক্লাব মোহনবাগানে। যেখানে কাটিয়েছেন অনেক গুলো বছর। দলের অন্যতম ভরসাযোগ্য ফুটবলার হওয়ার পাশাপাশি অধিনায়ক হিসেবে ও দলের বহু বহু উত্থান ও পতনের সাক্ষী থেকেছেন কাটসুমি।

কিছুদিন পর ফের দেশে চলে গেলেও, কাটসুমিকে নিয়ে এবার উঠে আসল নয়া তথ্য। এবার নাকি নিজের প্রিয় দলের হয়ে কোচিং করার আগ্ৰহ প্রকাশ করেছেন এই জাপানি তারকা। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। খেলোয়াড় হিসেবে দলের হাতে খেতাব তুলে দেওয়ার পর এবার কোচ হিসেবে ফিরে আসতে চান মোহনবাগানে। তার এমন কথা সহজেই মন কাড়ে বাগান সমর্থকদের। তবে হুয়ান ফেরেন্দো বর্তমানে বাগান কোচের দায়িত্ব সামাল দিলেও সদ্য লাইসেন্স পাশ করার সুবাদে জুনিয়র দলের ক্ষেত্রে তাঁকে ভেবে দেখতে পারে বাগান ম্যানেজমেন্ট। তবে এখনো চূড়ান্ত হয়নি কোনোকিছু।