ধর্মশালায় তৃতীয় দিনের শুরুতে চালকের আসনে ভারত। রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin) ঘূর্ণির জাদুতে ইংল্যান্ড (India vs England) ব্যাক ফুটে। অধিনায়ক রোহিত শর্মার এবং শুভমন গিলের সেঞ্চুরির দাপটে দ্বিতীয় দিনেই অনেকটা জয়ের লক্ষ্যে কাছাকাছি পৌঁছে গিয়েছিল ভারত। তার সঙ্গে যোগ্য সঙ্গত দিয়েছিল টেস্ট ক্রিকেটে অভিষেক হওয়া দেবদত্ত পাড়িক্কলের। ছয় মেরে তিনি হাঁকিয়েছেন অর্ধ শতরান। শুধু তাই নয় সদ্য টেস্ট ক্রিকেটে অভিষেক হওয়া সরফারাজ খান তাঁর তৃতীয় অর্ধশতরান করেছেন ধর্মশালার মাঠে।
অন্যদিকে ইংল্যান্ড দলের শোয়েব বশির পাঁচটি উইকেট নিয়েছেন। টম হারথলে ঝুলিতে গিয়েছে দুটি উইকেট। ধর্মশালার স্পিনিং ট্র্যাকে স্পিনারদের জয়জয়কার। প্রথম দিনের শেষে কুলদীপ যাদবের ঝুলিতে গিয়েছে পাঁচটি উইকেট শুধু তাই নয় দ্বিতীয় দিনের শেষে ব্যাট হাতে তিনি জুড়েছেন ত্রিশ রান। ইংল্যান্ডের জনি বেয়ারস্টোর একশতম টেস্ট ম্যাচ হলেও তিনি সেইভাবে নিজেকে মেলে ধরতে পারেননি।
🚨 Record Alert 🚨
Most Five-wicket hauls in Test for India! 🔝
Take A Bow, R Ashwin 🙌 🙌
Follow the match ▶️ https://t.co/jnMticF6fc#TeamIndia | #INDvENG | @IDFCFIRSTBank pic.twitter.com/0P2gQOn5HS
— BCCI (@BCCI) March 9, 2024
ইতিমধ্যেই তিন ম্যাচের ব্যবধানে এই টেস্ট সিরিজ জিতে গিয়েছে ভারত তবুও এই নিয়মরক্ষার টেস্টে চালকের আসনে ভারত। ভারতীয় টিমের হেডস্যারের মুখের হাসিটা কতটা চওড়া হবে সেটা দিনের শেষে বোঝা যাবে। তৃতীয় দিনে লাঞ্চের আগে ইংল্যান্ডের স্কোর ১১০ রানে পাঁচ উইকেট। রবিচন্দ্রন অশ্বিনের ঝুলিতে গিয়েছে পাঁচ উইকেট এবং একটি উইকেট নিয়েছেন কুলদীপ যাদব। ভারতীয় স্পিনারদের
মধ্যে রেকর্ড গড়লেন তিনি।
সর্বাধিক পাঁচ উইকেট নেওয়ার হল অফ দ্য ফেমে জায়গা করে নিলেন তিনি। মোট ছত্রিশবার পাঁচ উইকেট নেওয়ার নজির একমাত্র তাঁর ঝুলিতেই। তবে বিশ্ব ক্রিকেটে সর্বাধিক পাঁচ উইকেট নেওয়ার নজির রয়েছেন মুরলীধরনের।