Jamshedpur FC: রিলায়েন্স ইয়ং চ্যাম্পস থেকে তরুণ ফুটবলারকে দলে টানল জামশেদপুর

আগের বছরের আইএসএল মরশুমের প্রথম দিক থেকে দাঁতে দাঁত চেপে লড়াই করলেও খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেনি জামশেদপুর (Jamshedpur FC)। 

Sanan Mohammed K

আগের বছরের আইএসএল মরশুমের প্রথম দিক থেকে দাঁতে দাঁত চেপে লড়াই করলেও খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেনি জামশেদপুর (Jamshedpur FC)।  সেজন্য  লিগ টেবিলের তলানিতে থেকেই নিজেদের অভিযান শেষ করতে হয়েছে টুর্নামেন্টের এই লিগশিল্ড জয়ী দলকে। তবে মরশুমের শেষের দিকে দেশের সবচেয়ে ঐতিহ্যবাহী কাপ টুর্নামেন্ট সুপার কাপে অন্যান্য দলগুলোকে টেক্কা দিয়ে একটা সময় ট্রফি জয়ের অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত হলেও পরবর্তীকালে পরাজিত হয়ে ছিটকে যেতে হয় বুথরয়েডের ছেলেদের। তবে সেইসব এখন অতীত। বরং নতুন মরশুমে সকলকে তাক লাগিয়ে দেওয়াই একমাত্র লক্ষ্য জামশেদপুর ম্যানেজমেন্টের।

সেজন্য, দলবদলের বাজার থেকে একের পর এক তারকা ফুটবলারকে দলে টেনেছে এই দল। গত মাসের মাঝামাঝি সময়ে প্রতিপক্ষের ডিফেন্সে ফাঁটল ধরাতে এক সার্বিয়ান উইঙ্গার অ্যালেন স্টেভানোভিচকে টেনেছিল জামশেদপুর। আগত দুইটি মরশুমের জন্য এই লিগশিল্ড জয়ী দলে যুক্ত হয়েছেন তিনি। যা দেখে রীতিমতো চমকে গিয়েছে সকলে। ইতালির অন্যতম জনপ্রিয় দল ইন্টার মিলানের যুব দলের হয়ে যাত্রা শুরু করেছিলেন স্টেভানোভিচ। পরবর্তীতে এসি রোমার মতো একাধিক জনপ্রিয় দলের হয়ে ফুটবল খেলে এবার ভারতে আসছেন অভিজ্ঞ ফুটবলার। এছাড়াও ব্রাজিলিয়ান তারকা এলসিনহো ও এসেছেন এই দলে।

তবে শুধুমাত্র দাপুটে বিদেশি ফুটবলারই নয়, দেশের একাধিক তরুণ প্রতিভাবান ফুটবলারদের ও ডেস্টিনেশন থেকেছে এই জামশেদপুর। এই সেই তালিকায় যুক্ত হল সানান মহম্মদের নাম। গত কয়েকবছর ধরে রিলায়েন্স ইয়াং চ্যাম্পসের হয়ে খেলেছেন এই প্রতিভাবান উইঙ্গার। এমনকি গত রিলায়েন্স ডেভলপমেন্ট লিগেও যথেষ্ট ভালো পারফরম্যান্স ছিল এই তারকার। তাই সবদিক খতিয়ে দেখেই ১৯ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে তিন বছরের চুক্তি সম্পন্ন করেছে জামশেদপুর এফসি।