ISL 2022-23: সাগর পারে ইস্টবেঙ্গলকে ফের তাড়া করল বিগত কয়েক মরসুমের দুঃস্বপ্ন

ISL 2022-23: এ যেন গত কয়েক মরসুমের পুনরাবৃত্তি। বিরতির আগে পর্যন্ত কোনওরকমে নিজেদের রক্ষা করার পর দ্বিতীয়ার্ধে গোলের মালা। তিন গোল হজম করল ইস্টবেঙ্গল। ঘরের…

KBFC the win against EBFC

ISL 2022-23: এ যেন গত কয়েক মরসুমের পুনরাবৃত্তি। বিরতির আগে পর্যন্ত কোনওরকমে নিজেদের রক্ষা করার পর দ্বিতীয়ার্ধে গোলের মালা। তিন গোল হজম করল ইস্টবেঙ্গল। ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্স জিতল ৩-১ গোলে।

KBFC the win against EBFC

বদলায় কোচ-ফুটবলার, বদলায় ইনভেস্টর… একই তিমিরে থেকে যায় ইস্টবেঙ্গল। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচ শেষে এই কথায় হয়তো ঘুরিয়ে ফিরিয়ে আসছে অনেকের মনে। প্রতিবারের মতো এবারও লাল হলুদ সমর্থকরাও অনেক প্রত্যাশা নিয়ে খেলা দেখতে বসেছিলেন। মাঠেও গিয়েছিলেন অনেকে। ফিরছেন এক রাশ হতাশা নিয়ে। বিগত কয়েক মরসুমে ভারতীয় ফুটবলে অত্যন্ত চেনা হয়ে উঠেছে এই ছবি।

ঘরোয়া ফুটবল এবং প্রস্তুতি ম্যাচে ইস্টবেঙ্গলের খেলা আশার সঞ্চার করেছিল লাল হলুদ সমর্থকদের মনে। কোয়েস ও শ্রী সিমেন্ট আমলের ব্যর্থতা অধ্যায় শেষে দল এবার ঘুরে দাঁড়াবে, এমনটাই আশা করা হয়েছিল। খেলার প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। বিরতির পর যেন ছন্নছাড়া ইস্টবেঙ্গল। বিরক্তিকর স্কোয়ার পাসের বাহুল্য। নিজেদের ঘর সমালাতেই ফুটবলাররা হিমশিম খেলেন।

যা হওয়ায় তাই হল। আদ্রিয়ান লুনা গোল করে কেরালাকে এগিয়ে দিলেন। ৮২ ও ৮৯ মিনিটে ইভানের জোড়া গোল। মাঠে স্কোরলাইন ২-১ করে ইস্টবেঙ্গল সমর্থকদের কিছুটা অক্সিজেন যুগিয়েছিলেন অ্যালেক্স লিমা। ব্যাস ওই পর্যন্তই। হেরে বাড়ি ফেরার পালা।