চার্চিলের ডিফেন্ডারকে সই করাল জামশেদপুর এফসি

নতুন মরসুমের জন্য দল গঠনের কাজ অনেকটাই এগিয়ে নিয়েছে জামশেদপুর এফসি (Jamshedpur FC)। গতবারের মতো খালিদ জামিলের উপরেই ভরসা রেখেছে আইএসএলের এই ফুটবল দল। তাঁর…

Nishchal Chandan

নতুন মরসুমের জন্য দল গঠনের কাজ অনেকটাই এগিয়ে নিয়েছে জামশেদপুর এফসি (Jamshedpur FC)। গতবারের মতো খালিদ জামিলের উপরেই ভরসা রেখেছে আইএসএলের এই ফুটবল দল। তাঁর নির্দেশ মেনেই দেশী ও বিদেশি ফুটবলারদের চূড়ান্ত করেছে ম্যানেজমেন্ট। যেখানে সুযোগ পেয়েছেন আইএসএলের পাশাপাশি আইলিগ খেলা একাধিক তরুণ প্রতিভা। সেই ধারা বজায় রেখেই এবার দলের সঙ্গে যুক্ত করা হয়েছে নিশ্চল চন্দনকে (Nishchal Chandan)।

   

আগের সিজনে চার্চিল ব্রাদার্সের হয়ে খেলেছিলেন এই তরুণ ডিফেন্ডার। এছাড়াও সুদেবা দিল্লির মতো ক্লাবের হয়ে আইলিগ খেলার রেকর্ড রয়েছে তাঁর। সেন্টার ব্যাক হিসেবে অধিক পরিচিত হলেও পরিস্থিতি অনুযায়ী রাইট ব্যাকে ও যথেষ্ট সক্রিয় হয়ে উঠতে পারেন নিশ্চল। মূলত, দলের রক্ষণভাগকে মজবুত করতে এই ভারতীয় ডিফেন্ডারকে দলে নিয়েছে জামশেদপুর এফসি।

ক্লাবের সঙ্গে যুক্ত হয়ে তিনি বলেন, ‘ জামশেদপুর এফসির সঙ্গে যুক্ত হওয়া আমার স্বপ্ন পূরণের সমান। এমন সমৃদ্ধ একটি ক্লাবের অংশ হওয়ার পাশাপাশি আইএসএল খেলার সুযোগ পেয়ে আমি আনন্দিত। আমার উপর আস্থা রাখার জন্য দলের কোচ ও ম্যানেজমেন্টের কাছে আমি কৃতজ্ঞ। আমি নিজের সেরাটা দেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আমি সাফল্যের সাথে আইএসএলে অভিষেক করতে চাই। পাশাপাশি জামশেদপুর এফসির ভক্তদের গর্বিত করার জন্য নিজের সেরাটা উজাড় করে দলের রক্ষণভাগ সামাল দেওয়ার চেষ্টা করবো।’

তাঁর প্রসঙ্গে কোচ খালিদ জামিল বলেন, ‘ নিশ্চল চন্দনের সামনে দারুণ সুযোগ রয়েছে। তবে তাঁকে ধৈর্য ধরতে হবে। নিজের সুযোগের জন্য অপেক্ষা করতে হবে। দলের মধ্যে নিজের জায়গা করে নিতে হলে দক্ষতা দেখাতে হবে। সেইসাথে ধারাবাহিকভাবে পারফরম্যান্স করতে হবে।’

যতদূর জানা গিয়েছে, ‘২’ নম্বর জার্সি পড়েই খালিদ‌ জামিলের দলের হয়ে খেলতে দেখা যাবে এই ভারতীয় ডিফেন্ডারকে। তার আগে প্রাক মরসুম প্রস্তুতির মাধ্যমে নিশ্চলকে দেখে নিতে চাইবেন কোচ।