Bengaluru FC: স্পেনের এই মিডফিল্ডারকে দলে টানল বেঙ্গালুরু

ভারতীয় ক্লাব ফুটবলে অন্যতম সফল একটি ক্লাব বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। আইএসএল জয় করার পাশাপাশি এএফসির টুর্নামেন্টে ও যথেষ্ট ভালো পারফরম্যান্স থেকেছে এই ক্লাবের। কিন্তু…

Bengaluru FC Signs Spanish Midfielder Pedro Capo

ভারতীয় ক্লাব ফুটবলে অন্যতম সফল একটি ক্লাব বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। আইএসএল জয় করার পাশাপাশি এএফসির টুর্নামেন্টে ও যথেষ্ট ভালো পারফরম্যান্স থেকেছে এই ক্লাবের। কিন্তু গত মরসুম খুব একটা ভালো কাটেনি। পয়েন্ট টেবিলের তলানিতে থেকেই ইন্ডিয়ান সুপার লিগের অভিযান শেষ করেছিল দল। কিন্তু নয়া মরসুমে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বেঙ্গালুরুর কাছে। সেইমতো দল সাজাচ্ছে ম্যানেজমেন্ট। এবার সেই তালিকায় যুক্ত হলেন পেড্রো লুইস ক্যাপো (Pedro Capo)।

   

একটি ফুটবল মরসুমের জন্য তাকে দলে টেনেছে বেঙ্গালুরু এফসি। পূর্বে সিডি এলডেন্সের হয়ে খেলেছিলেন এই স্প্যানিশ মিডফিল্ডার। দলের প্রয়োজনে সেন্টার ব্যাক হিসেবে ও যথেষ্ট সক্রিয় হয়ে উঠতে পারেন তিনি। বেঙ্গালুরু এফসির সঙ্গে যুক্ত হয়ে এই স্প্যানিশ তারকা বলেন, ‘ভারতের অন্যতম সেরা ক্লাবের সঙ্গে যুক্ত হতে পেরে আমি প্রচন্ড আনন্দিত। বছর কয়েক আগে ও ভারতে আসার সুযোগ তৈরি হয়েছিল, কিন্তু আরো কিছুটা সময় আমি নিজের দেশেই থাকতে চেয়েছিলাম।’

তিনি আরো বলেন, ‘কোচ জারাগোজার সঙ্গে আমার নিয়মিত কথোপকথন হয়েছে। যা প্রচন্ড উৎসাহ দিয়েছে। পারফর্ম করার ইচ্ছে দিয়েছে। আমি মনে করি এখনই ভারতে চলে যাওয়া আমার জন্য উপযুক্ত সময়। বর্তমানে নতুন দলের জার্সিতে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি।’

এই স্প্যানিশ ফুটবলারের প্রসঙ্গে বেঙ্গালুরু কোচ বলেন, ‘পেড্রো যথেষ্ট অভিজ্ঞ একজন ফুটবলার। আমি নিশ্চিত সে আমাদের জন্য নিজের সেরাটা দেবে। পূর্বে তাঁর খেলা দুইটি দল লা-লিগা ২-এ প্রোমোশন পেয়েছে। পেড্রোর দক্ষতা ও বুদ্ধিমত্তা নতুন সিজনে আমাদের দলের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি ওর যোগদানের অপেক্ষায় রয়েছি।’