Jamshedpur FC: এই বিদেশি ফুটবলারের সঙ্গে চুক্তি বাড়াতে পারে জামশেদপুর

গত মরশুমটা খুব একটা সুখকর ছিল না। যারফলে, লিগ টেবিলের তলানিতে থেকেই নিজেদের অভিযান শেষ করতে হয়েছিল জামশেদপুর এফসিকে (Jamshedpur FC)। একবার আইএসএলের লিগশিল্ড জয়ের…

Elson Jose

গত মরশুমটা খুব একটা সুখকর ছিল না। যারফলে, লিগ টেবিলের তলানিতে থেকেই নিজেদের অভিযান শেষ করতে হয়েছিল জামশেদপুর এফসিকে (Jamshedpur FC)। একবার আইএসএলের লিগশিল্ড জয়ের শিরোপা তাদের মাথায় থাকলেও পরবর্তীতে সময় যত এগিয়েছে ততই ছন্দপতন হয়েছিল জামশেদপুর এফসির।

আগের বছর ঐতিহ্যবাহী কাপ টুর্নামেন্ট সুপার কাপে অন্যান্য দলগুলোকে টেক্কা দিয়ে খেতাব জয়ের অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত হলেও পরবর্তীকালে সেমিতে পরাজিত হয়ে ছিটকে যেতে হয়েছিল তাদের। সেখান থেকেই আইএসএলের নতুন মরশুমে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা ছিল এই ফুটবল ক্লাবের। সেইমতো স্কট কুপারের তত্ত্বাবধানে টুর্নামেন্ট শুরু করেছিল এই ফুটবল ক্লাব।

তবে পরবর্তীতে বদল করা হয় দলের কোচ। দলের দায়িত্ব তুলে দেওয়া হয় ভারতীয় কোচ খালিদ জামিলের হাতে। একটা সময় তার হাত ধরেই আইলিগ চ্যাম্পিয়ন হয়েছিল আইজল এফসি। পাশাপাশি বিদেশি ফুটবল ক্লাবেও কঠিন করানোর অভিজ্ঞতা রয়েছে তার। সেজন্য সবদিক মাথায় রেখেই দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল এই কোচের হাতে।

এবারের সুপার কাপে দলের পারফরম্যান্স আহামরি খুব একটা না থাকলেও আইএসএলের দ্বিতীয় লেগ থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছিল দল। সেইমতো টুর্নামেন্টের প্রথম ছয়ের লড়াইতে উঠে এসেছে চিমা চুকুরা। কিন্তু গত মুম্বাই ম্যাচ খেলতে গিয়েই ছন্দপতন। ইমরানকে তুলে নিয়ে বিদেশি ফুটবলার নামান কোচ। সেখান থেকেই দেখা যায় যাবতীয় বিতর্ক। যদিও পরবর্তীতে মুম্বাই সিটিকে জয়ী ঘোষণা করে ফেডারেশন।

যারফলে, কিছুটা হলেও পিছিয়ে গিয়েছে জামশেদপুর। তবে এখন থেকেই নতুন মরশুমের জন্য চিন্তাভাবনা শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে আইএসএলের পাশাপাশি আইলিগের বেশকিছু ফুটবলারদের দিকেও নজর রয়েছে তাদের। কিন্তু তার আগে নিজেদের পুরনো কিছু ফুটবলারদের সঙ্গে চুক্তি বাড়িয়ে নিতে চায় ম্যানেজমেন্ট। এক্ষেত্রে সবচেয়ে বেশি উঠে আসছে ব্রাজিলিয়ান তারকা এলসন হোসে ডায়াস জুনিয়রের নাম। মূলত এলসিনহো নামেই অধিক পরিচিত তিনি।

বিশেষ সূত্র মারফত খবর, এবার এই ডিফেন্সিভ মিডফিল্ডারের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করতে চায় জামশেদপুর। তবে এখনো পর্যন্ত চূড়ান্ত নয় কোনো কিছু। সব ঠিকঠাক থাকলে, আইএসএল শেষেই এই ফুটবলারকে নিয়ে বিশেষ ঘোষণা করতে পারে খালিদ জামিলের দল।