Moscow Attack: মস্কোয় মৃত্যু মিছিল, পুতিনের ঘুম উড়িয়ে হামলার দায় নিল আইএস জঙ্গিরা

রাশিয়ার রাজধানী মস্কোর ক্রোকাস সিটি কনসার্ট হলে  হামলায় (Moscow Attack) হতাহতের ঘটনায় দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি সংগঠন। নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে এক পোস্টে…

Russia-Ukraine Crisis

রাশিয়ার রাজধানী মস্কোর ক্রোকাস সিটি কনসার্ট হলে  হামলায় (Moscow Attack) হতাহতের ঘটনায় দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি সংগঠন। নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে এক পোস্টে আইএসের পক্ষ থেকে দায় স্বীকার করা হয়েছে। ভয়াবহ পরিস্থিতি রুশ রাজধানীতে। একটি জনপ্রিয় রক ব্যান্ড বাজানোর অনুষ্ঠান ছিল। ওই হলেন সর্বোচ্চ দর্শক ধারণক্ষমতা ৯ হাজার জনেরও বেশি।

২০০২ সালে মস্কোর বিখ্যাত বলশয় থিয়েটার হলে চেচেন গোষ্ঠীর জঙ্গিরা হামলা করেছিল। দর্শকদের বন্দি বানিয়েছিল। জঙ্গিদের খতম করে উদ্ধার অভিযান চালায় রুশ সরকার। ১৩২ জন দর্শকের মৃত্যু হয়েছিল বলশয় থিয়েটারে। সেই ঘটনার দু দশক পেরিয়ে ফের রুশ থিয়েটার হলে জঙ্গি হানায় রক্তাক্ত ছবি দেখা গেছে।

রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, ক্রোকাস সিটি হলে হামলায় ৬০ জনেরও বেশি মানুষ মারা গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, আরও ১০০ জনেরও বেশি আহত হয়েছেন। আরও মৃত্যুর আশঙ্কা থাকছে। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায়  এই হামলার ঘটনা ঘটে। বন্দুকধারীরা কনসার্ট হলে ঢুকে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে ভিড়ের মধ্যে এলোপাতাড়ি গুলি চালায়।

রুশ সংবাদমাধ্যমের খবর, হামলাকারীরা গুলি করার পাশাপাশি বিস্ফোরক ব্যবহার করেছে। এতে ক্রোকাস সিটি হলে আগুন ধরে যায়। ধসে পড়েছে হলের ছাদ।  দমকলকর্মীরা ভবনের বেসমেন্ট থেকে প্রায় শতাধিক জনকে সরিয়ে নিয়েছে এবং ছাদ থেকে লোকজনকে উদ্ধারের চেষ্টা চলছে, রাশিয়ান জরুরি কর্মকর্তারা জানিয়েছেন।