Mohun Bagan: কয়েক কোটি টাকার চুক্তিতে মোহনবাগানে GOAT ফুটবলার!

ত্রিমুকুট না জেতার আক্ষেপ কেটে যেতে পারে দ্রুত। মোহনবাগান (Mohun Bagan) সমর্থকদের মুখে ফুটতে পারে হাসি। ক্লাবে যোগ দিতে পারেন অস্ট্রেলিয়ার শীর্ষ লিগে খেলা সর্বকালের…

Melbourne City, Jamie Maclaren

ত্রিমুকুট না জেতার আক্ষেপ কেটে যেতে পারে দ্রুত। মোহনবাগান (Mohun Bagan) সমর্থকদের মুখে ফুটতে পারে হাসি। ক্লাবে যোগ দিতে পারেন অস্ট্রেলিয়ার শীর্ষ লিগে খেলা সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকার।

জেমি ম্যাকলারেনকে কেন্দ্র করে বিগত কয়েক ধরেই তুমুল জল্পনা চলছে। কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার পথে রয়েছেন তিনি। যোগ দেবেন নতুন কোনো ক্লাবে। কোন ক্লাবে? সেটাই প্রশ্ন। জেমিকে দলে নেওয়ার ব্যাপারে একাধিক ক্লাব আগ্রহী। মোহনবাগান সুপার জায়ান্টও আগ্রহী বলে শোনা যাচ্ছিল।

   

সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে, জেমি ম্যাকলারেনকে দলে নেওয়ার ব্যাপারে মোহনবাগান সুপার জায়ান্ট আগ্রহী। দুই পক্ষের মধ্যে কথা হয়ে থাকতে পারে বলেও অনুমান করা হচ্ছে। পেশাদারিত্বের ব্যাপারে মোহনবাগান সুপার জায়ান্ট ভারতের ফুটবল ক্লাবগুলোর মধ্যে অন্যতম সেরা। জেসন কামিন্স, আর্মান্দো সাদিকুদের দলে নেওয়ার সময়েও চূড়ান্ত পেশাদারিত্ব বজায় রাখার চেষ্টা করা হয়েছিল।

জেমি ম্যাকলারেন ভারতীয় ফুটবলে যোগ দিতে পারেন বলে গুঞ্জন। আসবেন কি মোহনবাগানে? সোশ্যাল মিডিয়ায় তিনি ফলো করেছেন লখনউ সুপার জায়ান্টকে। লখনউ সুপার জায়ান্ট সঞ্জীব গোয়েঙ্কার দল। মোহনবাগান সুপার জায়ান্টেরও কর্নধার তিনি। এই যোগসূত্র কি নেহাত কাকতালীয়? ম্যাকলারেন নতুন ক্লাবে যোগ না দেওয়া পর্যন্ত এই প্রশ্ন থাকবে।

সম্প্রতি পাওয়া আপডেট অনুযায়ী, মোহনবাগান সুপার জায়ান্ট ও জেমি ম্যাকলারেনের মধ্যে আলোচনা এগিয়েছে। একাধিক বর্ষের চুক্তিতে বাগান তাঁকে স্কোয়াডের সঙ্গে যুক্ত করতে পারে বলে সোশ্যাল মিডিয়ায় জল্পনা ছড়াচ্ছে। বলা বাহুল্য, এই চুক্তি সম্পন্ন হলে খরচ করতে হবে কয়েক কোটি টাকা।