Loksabha election 2024: ‘ভোট মিটলেই কেষ্টকে ছেড়ে দেবে’, লাভপুর থেকে মমতার ইঙ্গিত

রবিবার বোলপুর লোকসভা কেন্দ্রে জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ওই লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অসিতকুমার মালের সমর্থনে এই সভা করছেন তৃণমূল সুপ্রিমো। এইদিনও তাঁর মুখে…

mamata banerjee

রবিবার বোলপুর লোকসভা কেন্দ্রে জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ওই লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অসিতকুমার মালের সমর্থনে এই সভা করছেন তৃণমূল সুপ্রিমো। এইদিনও তাঁর মুখে অনুব্রতর প্রসঙ্গ। শুধু তাই আবারও তিনি সুর চড়ালেন কেন্দ্রীয় সরকারের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে। তিনি সভার শুরুতে একটু নস্টালজিক হয়ে বললেন, ” তিনি বলেন, ”আমি আজকে মা ফুল্লরার মাটিতে দাঁড়িয়ে। কঙ্কালিতলায় আমি লিজেই মাঝে মাঝে চলে যেতাম। আমি দেখতাম, একটা ছোট্ট পুকুর আছে। আমার এখনও কয়েকটা জায়গায় যাওয়া হয়নি। চাকাইপুর আমার পিতৃভূমি।” তারপরেই তাঁর মুখে উন্নয়নের কথা, কেষ্টর গুণগান। বীরভূমে অনেক উন্নয়ন হয়েছে। আমি মনে করি, কেষ্ট আজ জেলে থাকলেও এই ছেলেটাই জেলার উন্নয়নকে হাতের মুঠোয় রেখে কাজ করত।”

তিনি এইদিন সন্দেশখালির প্রসঙ্গকে ‘ সাজানো ঘটনা’ বলে উল্লেখ করেন। শুধু তাই নয় এই সাজানো ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী এত কাঁদছেন কেন সেই নিয়েও তিনি প্রশ্ন তোলেন। তাঁর কথায়, ” আমি বিজেপিকে বলব, টাকা দিলে টাকা পাওয়া যায়, কিন্তু মায়ের আত্মসম্মান চলে গেলে, তা ফিরে পাওয়া যায় না।” বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে মমতা বলেন, ”মোদীর দল, ক্ষমতা থাকলে আমার আর অভিষেকের নাম নিয়ে বিজ্ঞাপন করো। আমি দেখতে চাই কত বড় বুকের পাঠা।” বিজেপি সরকারকে তিনি নিশানা করে বলেন, ” ”বিজেপি কয়লা মাফিয়া। ওদের মন্ত্রীরা টাকা খান। গরু আমাদের বিষয় নয়, ওটা বিএসএফ দেখে।”

   

এখানেই শেষ নয়, সন্দেশখালিতে ফেক ভিডিও প্রসঙ্গে তিনি বলেন, ”মিথ্যে নাটক করতে করতে, ফেক ভিডিয়ো বানাতে বানাতে বিজেপি স্পর্ধা বেড়ে গিয়েছে।” এইদিন তিনি নির্বাচন কমিশনকেও আক্রমণ করে! তাঁর কথায় বিজেপির অঙ্গুলিহেলনেই তো নির্বাচন চলছে। এদিন তিনি অমর্ত্য সেনের জমির প্রসঙ্গও টেনে নিয়ে আসেন। তবে সবশেষে অনুব্রত প্রসঙ্গে তিনি বলেন, ” কেষ্ট কে ধরে রেখেছে কেন? নির্বাচনের জন্য। ওকে বলেছে তুমি বিজেপিকে মদত করে দাও, তোমায় ছেড়ে দেব।”